মেসিই বিশ্বকাপ জিতবে : বরুণ ধাওয়ান
দীর্ঘ চার বছর পর এসেছে পৃথিবীর সবচেয়ে বড় আসর খ্যাত ফুটবল বিশ্বকাপ। কাতারে আয়োজিত এবারের ফিফা বিশ্বকাপ ছিল সকলের দৃষ্টিতে সেরা আয়োজন। বিশ্বকাপের উন্মাদনায় বুদ হয়ে আছেন সকল শ্রেনী-পেশার মানুষ। ক্ষুদ্র থেকে বড়, সাধারণ থেকে তারকা সকলেই।
বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের উন্মাদনায় পরিপূর্ণতা পেয়েছে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠতম আসরটি। একমাসের দীর্ঘ লড়াই শেষে বিশ্ব আসরটি এখন সমাপ্তির পথে। আজ রবিবার (১৮ ডিসেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির আর্জেন্টিনা ও আধুনিক ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্স।
এদিকে ফাইনালের উন্মাদনায় আরেক উত্তাপ ছড়িয়েছে লিওনেল মেসির ঘোষণা। এটিই হবে আর্জেন্টিনার হয়ে তার শেষ বিশ্বকাপ, এমনটাই ঘোষণা দিয়েছেন ফুটবল জাদুকর মেসি। তাই ফাইনাল ম্যাচটি ঘিরে আবেগ এবং উত্তেজনা যেন অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে!
বিশ্বজুড়ে নামিদামি তারকারা তাদের প্রিয় দল ও প্রিয় ফুটবলারের জন্য প্রার্থনায় নেমেছেন। সেই দলে আছেন বলিউড তারকা বরুণ ধাওয়ানও। বরুণ তার প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন করে আকাশি-সাদা জার্সি পরে ভক্তদের উদ্দেশ্যে পোজ দিয়েছেন। কাজের ব্যস্ততায় কাতারে থাকতে না পারলেও নিজের অনুভূতি শেয়ার করেছেন বরুণ। অভিনেতা বলেছেন, “পুরো বিশ্বের সাথে ফাইনাল দেখার অপেক্ষায় আমি অত্যন্ত উচ্ছ্বসিত। আমি বাড়িতে কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সাথে খেলা দেখব। ”
ফাইনালের আগে ভারতীয় গণমাধ্যম বোম্বে টাইমসের সাথে কথোপকথনে বরুণ ধাওয়ান নিজের প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। আর্জেন্টিনার হয়ে মেসিকে তার শেষ ম্যাচ খেলতে দেখে তিনি কতটা রোমাঞ্চিত, তা নিয়েও কথা বলেছেন বরুণ। অভিনেতা বলেছেন, “আমি অত্যন্ত উত্তেজিত! বিশেষ করে রোনালদো এই দৌড় থেকে বিদায় নেওয়ার পর আমি কস্ট পেয়েছি। এটি আমার জন্য খুবই আবেগঘন মুহূর্ত ছিল, যেমনটা আমি তাকে খেলতে দেখেছি সবসময়। তবে মেসি অনন্য এক কিংবদন্তি এবং আমি বিশ্বকাপে তার শেষ ম্যাচটি দেখার অপেক্ষায় আছি। আমি আশা করি আর্জেন্টিনার সর্বোচ্চ সাফল্য দিয়েই শেষ হবে বিশ্বকাপ! মেসিই বিশ্বকাপ জিতবে। ”
ফাইনালে রোনালদো ও মেসির লড়াই দেখতে না পেয়ে তিনি কি হতাশ? এমন প্রশ্নের জবাবে বরুণ বলেন, “ফুটবল অনুরাগী হিসেবে আমরা তাদের একাধিকবার মাঠের সংঘর্ষে দেখেছি। তাই আমি মনে করি না এখানে হতাশার কিছু থাকতে পারে। আমি মেসি ও আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখতে চাই শুধু। ”
বিশ্বকাপে চমক দেখানো মরক্কো দলের প্রশংসাও করেছেন বরুণ। অভিনতা বলেছেন, “আর্জেন্টিনা এবং ফ্রান্স ছাড়াও আরেকটি দল আছে যারা ফাইনালে জায়গা পাওয়ার যোগ্য ছিল। সেটি মরক্কো। তারা হৃদয় দিয়ে খেলেছে, হৃদয় জিতেছে। এমনকি শেষ ম্যাচেও তারা অনেক কৌশলী ছিল এবং ভালো খেলেছে। ”
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া
প্রীতি / প্রীতি
প্রতারণার শিকার অভিনেত্রী শ্রিয়া
মিস ইউনিভার্সে জামদানিতে মিথিলা
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন রণবীর
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম
কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল
কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ কেন?
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!
পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী
নতুন চলচ্চিত্রে নিকোল কিডম্যান
নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা