ঢাকা বৃহষ্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

সিয়ামের কোলে চড়ে মা পরীমনির ট্রেলার দেখল রাজ্য


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-১২-২০২২ দুপুর ৪:৫

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়েছে গতকাল। বেইলি রোডের মহিলা সমিতিতে ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে এই শিশুতোষ সিনেমার  পোস্টার ও ট্রেইলার উন্মোচন করা হয়।

সিনেমায় যেসব শিশুশিল্পীরা অভিনয় করেছে, তারা এখব বেশ বড় হয়ে গেছে। অনুষ্ঠানে তারাও অতিথি, তবে সবচেয়ে ছোট যে অতিথি এসেছেন সে শাহীম মুহাম্মদ রাজ্য।

মায়ের কোলে চড়ে সে অনুষ্ঠানস্থলে উপস্থিত।  আর মায়ের সিনেমার ট্রেলার দেখলো সিয়ামের কোলে বসে।

পরীমনি বলেন, ‘এই সিনেমায় তিশা চরিত্রে আমি অভিনয় করেছি। আমার ছেলে রাজ্যকে নিয়ে নিয়ে এসেছি অনুষ্ঠানে। ও যখন বড় হবে, তখন তাকে দেখাবো যে তোমার জন্য একটি উপহার এই সিনেমা। ’

সিনেমার ২ মিনিট ৬ সেকেন্ডের ট্রেলারে দেখা মিলেছে, একদল শিশু সুন্দরবনে নৌবিহারে যায়। তাদের দেখাশোনার জন্য আছেন কয়েকজন বড় মানুষ। এই ভ্রমণে গিয়ে তাদের জাহাজ আটকা পড়ে, আক্রমণ করে ডাকাত।  

এসবের মাঝে সুন্দরবনের নৈস্বর্গিক সৌন্দর্যে ঘুরেবেড়ানো, আনন্দ-উল্লাস।

 নির্মাতা আবু রায়হান জুয়েল বলেন, ‘সিনেমার শুটিং করতে করতে করোনা মহামারি শুরু হয়। সে সময় বাচ্চাগুলোর বাবা-মা আমাদের অনেক সাহায্য করেছেন। বাচ্চারাও অনেক উৎসাহ দিয়েছে আমাকে। ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন শিশুদের সুস্থ বিনোদনের জন্য শিশুতোষ চলচ্চিত্র। সিনেমাটি সব বয়সীরাই দেখতে পারবেন। প্রত্যাশা করি সবাই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে আসবেন। ’

নিজের গল্প থেকে চলচ্চিত্র হলেও এই ছবির মাধ্যমে  প্রথমবারের জন্য গান লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। সে বিষয়ের উল্লেখ করে লেখক বলেন, ‘আমরা লিখি। কিন্তু সিনেমায় সেটা দেখানো অনেক কঠিন। গানটা যখন লিখি, তখন জানতাম না এতো ভালো হবে। গানটার দৃশ্য ধারণ হওয়ার পর আমাকে দেখাতে নিয়ে এসেছিলেন পরিচালক। আমার নাতি দেখে খুব পছন্দ করেছে। তখন বুঝলাম ভালোই হয়েছে গানটা। ’

প্রীতি / প্রীতি