ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পবিপ্রবি'তে আনন্দ মিছিল

ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে স্বাগত জানিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (২১ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে নেতাকর্মীরা এক আনন্দ মিছিল বের করেন।মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছাত্রলীগের দলীয় ট্রেন্টে এসে মিলিত হয়। এতে বিভিন্ন হলের নেতাকর্মীরা অংশ নেন।'সাদ্দাম-ইনান পরিষদ ছাত্রলীগের ভবিষ্যৎ'
'সাদ্দাম ভাই ভয় নেই রাজপথ ছাড়ি নাই' 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' এমনসব স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী বক্তব্য প্রদান করেন।
ছাত্রলীগ নেতাকর্মীরা বলছেন, বাংলাদেশ ছাত্রলীগ সবচেয়ে যোগ্য নেতৃত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। একই সঙ্গে সাদ্দাম-ইনান পরিষদ ছাত্রলীগকে শিক্ষা,শান্তি ও প্রগতির পথে সকল নেতাকর্মীদের সাথে নিয়ে সামনে এগিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক বলেন, বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী সঠিক ও যোগ্য নেতৃত্ব বাছাই করেছেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শকে সাথে নিয়ে সাদ্দাম-ইনান পরিষদের নেতৃত্বে অতীতের মতো শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বের বহিঃপ্রকাশ বাংলাদেশ ছাত্রলীগের নতুন এই কমিটি। সকল প্রতিকূলতা মোকাবিলায় নতুন এই নেতৃত্বকে সাথে নিয়ে অতীতের মতো সব সময় অগ্রসৈনিকের ভূমিকায় থাকবে পবিপ্রবি শাখা ছাত্রলীগ।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে ঢাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এমএসএম / এমএসএম

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ
