ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ব্লগার রাশিকাতুল নাজিফা : কাজ করেন রূপচর্চা বিষয়ে


ফয়েজ রেজা  photo ফয়েজ রেজা
প্রকাশিত: ২১-১২-২০২২ বিকাল ৫:৫৯

সুন্দর থাকার বাসনা আমাদের চিরন্তন বাসনা। মনের সৌন্দর্যের সাথে বাহ্যিক সৌন্দর্য এখন গুরুত্বপূর্ণ। দেশে সৌন্দর্য নিয়ে যারা চর্চা করেন, তাদের অনেকেই বলেন- ত্বক ফর্সাকারী ক্রিম বা একগাদা মেকাম নিলেই মানুষের সৌন্দর্য বাড়ে না। সুন্দর থাকার জন্য ত্বক ভালো রাখাও জরুরি। এই বিষয়টি নিয়ে কাজ করছে গুলশানের প্রো গ্ল্যাম বিউটি সেলুন। সেলুনটির পরামর্শক এবং ব্লগার সৈয়দা রাশিকাতুল মাওলা নাজিফা জানালেন- ‘প্রাকৃতিক সৌন্দর্যের উপর গুরুত্ব দেয় প্রো গ্ল্যাম’। তিনি বলেন- ‘আমরা বিশ্বাস করিনা যে, শুধুমাত্র মেকাপ দিয়েই রূপের সৌন্দর্য প্রকাশ করা যায়। রূপের সৌন্দর্য প্রকাশ করার জন্য মেকাপের পাশাপাশি ত্বক, চুল, হাত-পা সুন্দর রাখা গুরুত্বপূর্ণ। মুখের মেকাপের পাশাপাশি যখন আপনার হাত, পা, চুল, সুন্দর রাখবেন বা যত্ন নিবেন, তখন আপনার পরিপূর্ণ সৌন্দর্য প্রকাশ পাবে।’

এই সময়ে অন্য পেশায় যেমন ধাক্কার খবর পাওয়া যায়, সৌন্দর্য্য প্রকাশের পেশায় তার চোট নেই। মানুষ এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সচেতন রূপচর্চা বা ত্বকের সৌন্দর্য্য বাড়ানোর বিষয়ে। তিনি জানান- ‘এক সময় আমাদের ধারণা ছিল, টিনেজার বা অল্পবয়সী ছেলেমেয়েরা বেশি রূপ সচেতন, রূপের চর্চা তারা বেশি করেন। আশ্চর্যজনক বিষয় হচ্ছে- এখন টিনেজারদের পাশাপাশি মধ্যবয়সী নারী-পুরুষ এখন রূপচর্চায় আগ্রহী। আর ১৮ থেকে ২০ বছর বয়সি মেয়েরা বেশি আসে চুল রং করাতে। যা এখন ফ্যাশন ট্রেন্ড।

প্রো গ্ল্যামে রূপচর্চা বিষয়ে পরামর্শ দেন রাশিকাতুল নাজিফা। রাশিকাতুল নামে তার একটি ব্লগ পেইজও আছে। যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান ও পণ্যেও প্রচারণা করেন তিনি। বেশিরভাগ পরামর্শ দেন রূপচর্চা বিষয়ক পণ্য বা সেবা সম্পর্কে। প্রায় ১০ হাজার অনুশারী আছে তার ব্লগে। ভিডিও ব্লগ বিষয়ে নাজিফার কথা- হঠাৎ করেই ব্লগিং শুরু করেছি। আমার ক্যারিয়ার প্ল্যানে ‘ব্লগিং’ বিষয়টি ছিল না। টুকটাক ব্লগ ভিডিও বানাতে বানাতে এটিকে পেশা হিসেবে নেওয়া। 

ব্লগ ভিডিও তৈরি ও রূপচর্চা, রূপচর্চা বিষয়ক পণ্য বিষয়ে পরামর্শ দেওয়ার কাজটি তিনি করছেন- ইউল্যাব বিশ্ববিদ্যালয়ে পড়াশোন করছেন তিনি। পড়াশোনার পাশাপাশি এত কাজ, কিভাবে করেন? উত্তরে তিনি বলেন- ‘আগে কখনো ভাবিনি দুই তিনটি কাজ একসাথে করতে পারবো। কিন্তু এখন করছি। আসলে মানুষ ইচ্ছা করলে সব কিছুই করা সম্ভব। আমি সারাদিন ক্লাস করছি, তারপর এসে অফিসে সময় দিচ্ছি। আবার বাসায় ফিরে নিজের পড়াশুনাও করা লাগছে। এসব কিছু সম্ভব হচ্ছে আমার ইচ্ছাশক্তির কারণে।’

ব্লগের জন্য ভিডিও তৈরি করতে করতে রূপচর্চা ও রূপচর্চা বিষয়ক পণ্য সম্পর্কে তার ভালো ধারণা তৈরি হয়েছে। শেখার আগ্রহ থেকে মেকাপ বিষয়ে জ্ঞান অর্জন করতে পেরেছেন। এখনও নতুন নতুন বিষয়ে শিখছেন। যা শিখছেন, তা প্রকাশ করছেন তার ব্লগে। ব্লগ ভিডিও তৈরির অভিজ্ঞতা তুলে ধরে বলেন- আমি যখন নতুন ব্লগ করা শুরু করি, তখন কোন ধরনের নেতিবাচক মন্তব্য চোখে পড়লে ব্লগ করার আগ্রহ হারিয়ে ফেলতাম। সময়ের সাথে সাথে এসব বিষয় মানিয়ে নিয়েছি।

প্রো গ্ল্যাম সম্পর্কে তিনি বলেন- ‘রূপচর্চা বিষয়ে মেয়েদের পার্লারে যেসব সেবা দেওয়া হয়, পুরুষদের সেলুনেও সেরকম সেবা দেওয়া হচ্ছে। আগে আমাদের ধারণা ছিল শুধু মেয়েরাই পার্লারে এসে টাকা খরচ করে। কিন্তু প্্েরা গ্ল্যামের সাথে কাজ শুরু করার পর দেখছি ভিন্ন চিত্র। এই সময়ে নারীরা সৌন্দর্যের বিষয়ে যেমন সচেতন, পুরুষরাও তেমন সচেতন। এখন এ কথা বলার সুযোগ নেই যে, নারীরাই শুধু সুন্দর হওয়ার জন্য টাকা খরচ করে।  প্রো গ্ল্যামে পুরুষদের সেবা দেওয়ার জন্য সব পুরুষ কর্মী এবং নারীদের সেবা দেওয়ার জন্য নারী কর্মীরা কাজ করছেন। নারী ও পুরুষদের রূপচর্চা বিষয়ক সেবা ও পণ্য বিষয়ে ব্লগ ভিডিও তৈরি করেন রাশিকাতুল নাজিফা। নিজের কাছে সুদর্শন পুরুষ হচ্ছে যার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব সুন্দর, যিনি মেধাবী।

এমএসএম / এমএসএম

শীতকালে ভিটামিন ডি এর অভাব দূর করতে যা যা করবেন

দেশের প্রথম ও একমাত্র "কিমা বিরিয়ানী" নিয়ে এল বিখ্যাত খলিলের বিফ হোটেল

শীতের সকালে উষ্ণতা জোগাবে যেসব পানীয়

শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

মুঘল ঘরানার শাহী খাবার নিয়ে কাচ্চি বন্ধু রেস্টুরেন্ট এখন ঢাকার খিলগাঁও তিলপাপাড়ায়

মুঘল ঘরানার শাহী খাবার নিয়ে কাচ্চি বন্ধু রেস্টুরেন্ট এখন ঢাকার খিলগাঁও তিলপাপাড়ায়

যে চা পানে ইমিউনিটি বাড়বে, সারবে সর্দি-কাশি

মুখরোচক বিয়ের খাবারে দুর্দান্ত থাইচি রেস্টুরেন্ট এন্ড ক্যাফে

চা গরম করে খেলে কী হয়?

অ্যালার্জির সমস্যা কমাতে যেসব খাবার বেশ কার্যকরী

জেনে নিন রয়্যাল এনফিল্ড বাইকের মডেল ও ফিচার

চুল বাড়াতে যেভাবে লবঙ্গ ব্যবহার করবেন

ঠান্ডার সমস্যা দূর করার ঘরোয়া উপায়