ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রাহকদের জন্য গ্রে ডি ষ্টুডিও থেকে

ইন্টেরিয়র ডেকোরেশন ও বাড়ি সংস্কার কাজে বিশেষ সুবিধা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২২ রাত ৮:৪৫

সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং গ্রে ডি ষ্টুডিও গ্রাহকদের বাড়ি সংস্কার ও ইন্টেরিয়র ডেকোরেশন কাজে বিশেষ সুবিধা দেয়ার লক্ষে এক চুক্তি স্বাক্ষর করে। এর ফলে যেসব সম্মানিত গ্রাহক তাদের বাড়ি নতুন করে সাজানোর কথা ভাবছেন তারা নতুন ডিজাইনের আইডিয়া ও অর্থায়ন উভয় সুবিধাই পাবেন।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে উপস্থিত ছিলেন- ফয়সাল হক, হেড, প্রায়োরিটি এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, আনোয়ার তৌহিদ, হেড, মর্টগেজ এন্ড অটো লোন, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং আসিফ রহমান, ডিরেক্টর, সাদিক, কনসিউমার, প্রাইভেট এন্ড বিজনেস ব্যাংকিং, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। গ্রে ডি ষ্টুডিও থেকে উপস্থিত ছিলেন, মুহিতুল আল কায়সার, চেয়ারম্যান, গ্রে ডি ষ্টুডিও, মুকসিতুল এম তানিম হাসান, ডিরেক্টর এন্ড হেড, সেলস এন্ড মার্কেটিং, গ্রে ডি ষ্টুডিও এবং ফাহাদ বিন সাদ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, গ্রে ডি ষ্টুডিও।

স্ট্যান্ডার্ড চার্টার্ড হোম লোন এবং সাদিক ইসলামিক হোম ফাইন্যান্স পেতে চাইলে গ্রাহকরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যেকোনো শাখায় যোগাযোগ করতে পারেন অথবা ২৪-ঘন্টা ক্লায়েন্ট কেয়ার সেন্টার-এ কল দিতে পারেন।

দীর্ঘ ১১৭ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। দেশের অগ্রগতির দীর্ঘকালীন অংশীদার হিসেবে সম্পদ, কর্মসংস্থান সৃষ্টি, প্রবৃদ্ধি এবং বৃহত্তর সাফল্য অর্জনে ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যাংকিং পরিষেবা প্রদান করেছে ব্যাংকটি। টেকসই ও সমতার আদর্শকে কেন্দ্রে রেখে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের সমৃদ্ধির চাকা সচল রাখার অংশ হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ২০২১ সালে ৩০ টিরও বেশি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন করেছে। ইভেন্ট ভিত্তিক প্রতিযোগিতার ফলাফল নিম্নে  উল্লেখ করা হলো :

ইভেন্ট চ্যাম্পিয়ন রানারআপ
১। পুরুষ একক মো: রুবেল হোসেন (বেইজ লাইন টেনিস একাডেমী) মো: কউসার আলী (ইন্টারন্যাশনাল ক্লাব)
২। পুরুষ দ্বৈত  অমল রায় ও রঞ্জন রাম রুবেল হোসেন ও ইমন ইসলাম

৩। মহিলা একক সুস্মিতা সেন (ঝালকাঠি) জেরিন সুরতানা জলি (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)
৪। মহিলা দ্বৈত জেরিন সুরতানা ও রিনভি আক্তার ঈশিতা আফরোজ ও আয়েসা সুলতানা শর্মি
৫। বালক একক অনূর্ধ্ব-১৬ বছর আজমান মাহতাব আবিদ (বিকেএসপি) আল মাহিন (ঝালকাঠি টেনিস ক্লাব)
৬। বালিকা একক অনুর্ধ্ব-১৬ বছর মোসা: সুবর্না খাতুন (বিকেএসপি) মাসুদা আক্তার (বিকেএসপি)
৭। বালক একক অনূর্ধ্ব-১৪ বছর আপন আহমেদ (রাজশাহী) জাওয়াদ ভুঞা (উত্তরা ক্লাব লি:)
৮। বালিকা একক অনুর্ধ্ব-১৪ বছর  জান্নাতুল ফেরদৌস (বিকেএসপি) তাইয়েবা খানম (বিকেএসপি)
৯। বালক একক অনূর্ধ্ব-১২ বছর কাব্য গায়েন (বিকেএসপি) মোহাম্মদ হায়দার (শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স)
১০। বালিকা একক অনুর্ধ্ব-১২ বছর হুমায়রা হায়দার জারা (শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স) মাসতুরা আফরিন (শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স)

সুজন / সুজন

বরবটি-করলার সেঞ্চুরি, কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি

ব্রয়লার ১৬৫, ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

৩০ বছর পর মাতারবাড়ী-মহেশখালীকে সাংহাই-সিঙ্গাপুরের মতো দেখতে চাই

এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা

সবজির পর দাম বেড়েছে মুদি পণ্যের, চড়বে আলুর বাজারও

চট্টগ্রাম বন্দরে জট কমাতে দীর্ঘদিন পড়ে থাকা ১০০০ কনটেইনার বিক্রি

ডিজিটাইজেশন না হওয়ায় সময়ের কাজ সময়ে হয় না: এনবিআর চেয়াম্যান

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

শাহজালালে নারী যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়বে ৪১ শতাংশ, বৈঠকে বসছে নৌ মন্ত্রণালয়

ইলিশের দেখা মিললেও দামে হাত পোড়ার জোগাড়

৮০ টাকার নিচে নামছেই না সবজি

এক মোটরসাইকেলে ৪ জন, প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩