২৫ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে লিওনার্দোর প্রেম
জনপ্রিয় হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ব্যক্তিগত জীবনে অনেক মডেল-নায়িকার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। এবার মার্কিন অভিনেত্রী ভিক্টোরিয়া লামাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ‘টাইটানিক’খ্যাত এই অভিনেতা! কয়েক দিন আগে যুক্তরাষ্টের একটি রেস্তোরাঁয় তাদের একসঙ্গে ডিনার ডেটে দেখা যায়। তারপরই এ জুটির প্রেমের গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পেজ সিক্স ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ৪৮ বছর বয়েসী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ২৩ বছর বয়েসী অভিনেত্রী ভিক্টোরিয়া লামাস পশ্চিম হলিউডের বার্ড স্ট্রিট ক্লাবে একসঙ্গে ডিনার করেন। তারপর আলাদা আলাদাভাবে ক্লাব থেকে বেরিয়ে একই গাড়িতে চলে যান। আর সেই সময়ে আমাদের ফটোগ্রাফার এ জুটিকে লেন্স বন্দি করেন।
ডিনার ডেটের কিছু ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। আর এসব ছবি প্রকাশ্যে আসার পর ভিক্টোরিয়ার সঙ্গে প্রেম করার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তবে সংবাদমাধ্যমটিকে ঘনিষ্ঠ একটি সূত্র বলেন— ‘ডিনারে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ভিক্টোরিয়া পাশাপাশি সিটে বসেননি; তাদের মাঝে অন্য লোক বলেছিলেন। এটি একটি গ্রুপ ডিনার ছিল। তা ছাড়াও লিওনার্দোর গাড়িতে আরো কয়েকজন লোক ছিল। আসলে ২৫ বছরে ছোট ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্কে জড়াননি অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো।’
চলতি বছরের শুরুতে প্রেমের সম্পর্কের কারণে খবরের শিরোনাম হন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং আর্জেন্টাইন মডেল-অভিনেত্রী ক্যামিলা মরোন। ওই সময়ে সেন্ট বার্থেলেমির গুস্তাভিয়া সিটিতে দেখা যায় তাদের। পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন এই জুটি। প্রকাশিত ছবিতে প্রেমিকার সঙ্গে লিওনার্দোকে রোমান্সে মত্ত দেখা গেছে।
২০১৮ সালের জানুয়ারিতে ৪৫ বছর বয়েসী লিওনার্দোর সঙ্গে ক্যামিলার সম্পর্কের বিষয়টি প্রথম প্রকাশ পায়। এরপর প্রায়ই তাদের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায়। মাঝে এই জুটির বিয়ের গুঞ্জনও চাউর হয়। যদিও চলতি বছরের মাঝামাঝি সময়ে জানা যায়, ক্যামিলার সঙ্গে ভেঙে গেছে লিওনার্দোর প্রেম।
গত সেপ্টেম্বরে খবর চাউর হয়, ক্যামিলা মরোনের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টানার পর মার্কিন সুপারমডেল জিজি হাদিদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন লিওনার্দো। তবে এসব বিষয়ে পুরোপুরি মুখে কুলুক এঁটেছেন জনপ্রিয় এই নায়ক।
প্রীতি / প্রীতি
মোয়ানার টিজারে নজর কাড়লেন ক্যাথরিন
আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?
প্রতারণার শিকার অভিনেত্রী শ্রিয়া
মিস ইউনিভার্সে জামদানিতে মিথিলা
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন রণবীর
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম
কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল
কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ কেন?
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!
পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী