দু'দিন ব্যাপী পিপিবি'র পোল্ট্রি কনভেনশন-২০২৩ সফল করতে নানা আয়োজন
পোল্ট্রি প্রফেশনাল'স বাংলাদেশের( পিপিবি) পুর্ব ঘোষিত পোল্ট্রি কনভেনশন ২০২৩ কে সফল করতে কনভেনশন উপলক্ষে শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কেআইবি সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পোল্ট্রি প্রোফেশনাল’স বাংলাদেশ (পিপিবি) এর সমন্বয়ক এবং পোল্ট্রি কনভেনশন ২০২৩ এর সম্পাদক কৃষিবিদ অঞ্জন মজুমদার, পোল্ট্রি কনভেনশন ২০২৩ -এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ, সেমিনার কমিটির সম্পাদক ডা. তাপস কুমার ঘোষ, পিপিবি’র কোর টিম সদস্য ডা. নন্দ দুলাল টীকাদার, কৃষিবিদ জ্যোতি বিকাশ, আমজাদ হোসেন বকুল, কৃষিবিদ জাকারিয়া ইসলাম, ডা. আবদুর রহমান (রাফি), ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পিপিবি’র কনভেনশন কমিটির সদস্যবৃন্দ, পিপিবি’র স্টুডেন্ট ভলান্টিয়ার টিমের নেতৃবৃন্দ।
দুইদিনব্যাপী পোল্ট্রি কনভেনশনটি ২৮ ও ২৯ জানুয়ারী'২৩ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তনে(টিএসসি) অনুস্ঠিত হবে।
বাংলাদেশের সর্ববৃহৎ পোল্ট্রি পেশাজীবি সংগঠনটি পোল্ট্রি পেশা বিষয়ে সক্রিয় নানা কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছে পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ (পিপিবি)। এ উপলক্ষ্যে গঠন করা হয়েছে ৭১ সদস্য বিশিষ্ট কনভেনশন কমিটি ও ৩৯ সদস্য বিশিষ্ট সেমিনার কমিটি। কনভেনশনের সফল কর্মসূচি সুচারুভাবে সম্পাদনের জন্যে গঠিত হয়েছে বিষয় ভিত্তিক ১১ টি উপকমিটি।
এমএসএম / এমএসএম