পবিপ্রবিতে সংঘর্ষ: অজ্ঞাতনামা পঞ্চাশ জনকে আসামি করে মামলা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় রবিবার অজ্ঞাতনামা পঞ্চাশ জনকে আসামি করে মামলা করা হয়েছে। পবিপ্রবি'র নিরাপত্তা কর্মকর্তা মোঃ মুকিত মিয়া বাদী হয়ে মামলাটি করেন।
বাংলাদেশ দন্ডবিধি আইন,১৮৬০ এর ১৪৩, ৩২৩ ও ৩২৫ ধারায় তথা বেআইনি জনতাবদ্ধে মারধর করিয়া গুরুতর জখম করার অভিযোগে অভিযুক্ত করে এ মামলাটি দায়ের করা হয়। আদালতে অভিযোগ সমূহ প্রমাণিত হলে আসামীদের ১ থেকে সর্বোচ্চ ৭ বছরের সাজা হতে পারে।
ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।মামলার এজাহারে বলা হয়েছে, গত ২১ ডিসেম্বর ২০২২ ইং রাত আনুমানিক ৮ টায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গেটে পরিবহন শাখার সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ও কতিপয় ৪০/৫০ জন স্থানীয় শিক্ষার্থীদের বাকবিতন্ডের সৃষ্টি হয়। বাকবিতান্ডের এক পর্যায়ে স্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহিরাগত দুষ্কৃতিদের সাথে নিয়ে লাঠি, লোহার রড ও ইট পাটকেল নিয়ে অতর্কিত হামলা করে। যাহাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ মেহেদী ইসলাম(সেশন,২০১৬-১৭)
, মোঃজাহিদ হাসান(সেশন,২০১৭-১৮), রাকিবুল হাসান রায়হান(সেশন, ২০১৭-১৮), সোহেল রানা(সেশন,২০১৮-১৯), আরিফ আল মাহমুদ(সেশন,২০১৭-১৮), অলিউল ইসলাম নাবিল(২০১৬-১৭), সৈয়দ হাসান ইকবাল(সেশন-২০১৬-১৭), এনামুল জাহান ইফতি(সেশন, ২০১৭-১৮), জাহাঙ্গীর আলম(সেশন,২০১৮-১৯), ইমরান (সেশন-২০১৮-১৯) সহ অনেক ছাত্র গুরুতর জখম হয়।
ঘটনার সাক্ষী হিসেবে রয়েছেন- প্রফেসর ড. কুমার বসু (৪৮) প্রক্টোর, ২। শাহ মাহমুদ সুমন (৩০), সহকারী প্রক্টোর, ৩। মোঃ আশরাফুল আলম (৪০), সহকারী প্রক্টর ৪। সৌদবিন আলম (৩৫), সহকারী প্রভোষ্ট ডি-১ শের-ই-বাংলা হল-১, ৫। মোঃ ফয়সাল(৩৫), সহকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা, ৬। আব্দুল্লাহ আল হাসান, সহকারী প্রক্টর, ৭। নিউট সাহা (৩৫) সহকারী প্রভোষ্ট ডি-১ শের-ই বাংলা হল। সর্ব কর্মস্থল- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থানা- দুমকি জেলা-পটুয়াখালী সহ আরো অনেক সাক্ষী আছেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের নবগঠিত কমিটির জন্য আয়োজিত আনন্দ মিছিল ও পথসভায় এ বিবাদের সূত্রপাত ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটকে দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এমএসএম / এমএসএম

কুবির নজরুল হলের শিক্ষার্থীর নামে 'মাদক সেবন করে উগ্র আচরণের' অভিযোগ

গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

ইবিতে রাসুল (স) কে নিয়ে কটুক্তিকারী ফেসবুকে ক্ষমা চাইলেও প্রশাসন তদন্ত কমিটিতে আস্থা

জবি রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে কুশপুত্তলিকা দাহ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসনের দাবি জানিয়ে রাবিতে বিক্ষোভ

গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্র

অবশেষে সরানো হচ্ছে কুয়েটের উপাচার্যকে

চাপ দিয়ে উপাচার্যকে অপসারণ করা হলে মানবে না শিক্ষক সমিতি

কুয়েটে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শেকৃবি শিক্ষার্থীদের প্রতীকী অনশন

ইবি কর্মকর্তার রাসুল (স) কে নিয়ে কটুক্তি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনিশ্চিত কৃষি গুচ্ছের ভবিষ্যৎ
