শাহরুখের পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করলেন সেই সাধু
শাহরুখ-দীপিকার পরবর্তী সিনেমা পাঠান। সিনেমাটির বেশরম রং গানটি মুক্তির পর তৈরি হয়েছে জটিলতা। এ গানের দৃশ্যে গেরুয়া বা কমলা রঙের মনোকিনিতে দেখা যায় দীপিকাকে। গেরুয়া ও সবুজ রঙের পোশাক পরায় আপত্তি জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। এ রাজ্যের বিধানসভার স্পিকারও শাহরুখকে চ্যালেঞ্জ ছুড়েছেন।
শাহরুখ খানের কুশপুত্তলিকা পোড়ানো, দীপিকাকে নিয়ে কটূক্তি— এমন অনেক ঘটনাই ঘটিয়েছেন ‘পাঠান’ সিনেমা বয়কটকারীরা। বর্তমানে ভারতের টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এই বিতর্ক। কয়েক দিন আগে শাহরুখ খানকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেন অযোধ্যার সাধু পরমহংস আচার্য। এবার শাহরুখ খানের প্রতীকী পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করলেন এই সাধু। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শাহরুখ খানের পরলৌকিক ক্রিয়া অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, একটি মাটির পাত্রে পানি ভরা। এ পাত্রের গায়ে সাঁটানো রয়েছে শাহরুখ খানের একটি ছবি। পাত্রটি উপর থেকে মাটিতে ফেলে দেন সাধু পরমহংস আচার্য। তারপর পাত্রের ভাঙা অংশ পা দিয়ে আরো ভাঙেন তিনি। ‘তেরাভি’ নামে প্রতীকী এই পরলৌকিক ক্রিয়া অনুষ্ঠানে পরমহংসর সঙ্গে আরো অনেক সাধু উপস্থিত ছিলেন। এসময় সাধু পরমহংস আচার্য সংবাদমাধ্যমকে বলেন— ‘এর মাধ্যমে জিহাদের শেষ করলাম।’
এর আগে শাহরুখ খানকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দিয়ে সাধু পরমহংস আচার্য বলেন—‘তারা আমাদের গেরুয়া রংয়ের অপমান করেছে। সুতরাং এই সিনেমা বয়কট করা উচিত। শাহরুখ খান নবীর বিরুদ্ধে কোনো ওয়েব সিরিজ নির্মাণ করেনি। সে সনাতন ধর্মকে অপমান করেছে। সনাতন ধর্মকে অপমান করে তারা অর্থ উপার্জনের উপায় বের করেছে। সনাতন ধর্মের অবমাননা হলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি শাহরুখ খানকে সামনে পেলে জীবন্ত পুড়িয়ে মারব।’
‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
প্রীতি / প্রীতি
মোয়ানার টিজারে নজর কাড়লেন ক্যাথরিন
আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?
প্রতারণার শিকার অভিনেত্রী শ্রিয়া
মিস ইউনিভার্সে জামদানিতে মিথিলা
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন রণবীর
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম
কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল
কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ কেন?
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!
পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী