নতুন ওয়েব ফিল্ম ‘ছায়াবাজি’তে সাজ্জাদ-অপু
প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমা ‘ছায়াবাজি’। নতুন এ ওয়েব ফিল্মে কাজ করছেন অভিনেতা সাজ্জাদ হোসাইন। সত্য ঘটনার অবলম্বনে সাইকো থ্রিলার ঘরানার এই সিনেমায় তার বিপরীতে আছেন ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস।
এটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল। রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দীন। গত ১৭ ডিসেম্বর থেকে রাজধানীর বিভিন্ন লোকেশনে চলছে সিনেমার দৃশ্যধারণের কাজ। সাজ্জাদ-অপু ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), রেবেকাসহ অনেকে।
সাজ্জাদ হোসাইন বলেন, “সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। খুবই সুন্দর একটি গল্প। এতে আমার সঙ্গে অপুদি আছেন। তার সাথে কাজ করতে গিয়ে মনে হয়েছে সে খুবই ভাল এবং হেল্পফুল একজন মানুষ। পরিচালক হিসাবে আছেন শাকিল ভাই। তার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পারছি। সাজ্জাদ জানান, আসছে রোজার ঈদে ওয়েব ফিল্মটি মুক্তি পাবে।
এদিকে প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, "অনেক আগে থেকেই আমি ওয়েব ফিল্মে কাজ করার জন্য প্রস্তাব পেয়ে আসছি। কিন্তু ব্যাটে-বলে মিলছিল না বলে কাজ করা হয়নি। গল্পের ভিন্নতার পাশাপাশি চরিত্রেও নতুনত্ব রয়েছে, এমন একটি চিত্রনাট্যের খোঁজে ছিলাম।
“ছায়াবাজি’’র গল্প শুনে মনে হয়েছে যে দুটি চরিত্রে আমি অভিনয় করছি, সেই দুটি চরিত্র আমাকে ভেবেই লেখা। “ছায়াবাজি’’ মাধ্যমে আমার নতুন এই যাত্রা আমার কাছে অনেক উচ্ছ্বাসের, অনেক আনন্দের। পাশাপাশি যেহেতু এই মাধ্যমে প্রথম কাজ, তাই অবশ্যই এটা আমার জন্য নতুন এক চ্যালেঞ্জ। কাজটি ভালোভাবে শেষ করার জন্য সব ধরনের চেষ্টা করব।”
উল্লেখ্য, চ্যানেল আইয়ের আলোচিত রিয়েলিটি শো ‘কে হবে মাসুদ রানা’র প্রথম রানার আপ হয়ে শোবিজে পরিচিত পান সাজ্জাদ হোসাইন। তরুণ প্রতিভাবান এ চিত্রনায়ক এরইমধ্যে ‘এমআরনাইন’, ‘মোনা’ ‘নেটওয়ার্ক’ ‘প্রেম পুরান’ সিনেমাগুলোর কাজ শেষ করেছেন। সিনেমাগুলো বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।
প্রীতি / প্রীতি
মোয়ানার টিজারে নজর কাড়লেন ক্যাথরিন
আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?
প্রতারণার শিকার অভিনেত্রী শ্রিয়া
মিস ইউনিভার্সে জামদানিতে মিথিলা
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন রণবীর
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম
কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল
কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ কেন?
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!
পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী