খুন করা হয়েছিল সুশান্তকে, দাবি মর্গের কর্মীর
বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে খুন করা হয়েছিল, এমই দাবি মর্গের কর্মী রূপকুমার শাহের। অভিনেতা মৃত্যুর ২৮ মাস পর সম্প্রতি মুম্বাইয়ের কুপার হাসপাতালের মর্গের কর্মী রূপকুমার শাহ এই বিস্ফোরক দাবি করেছেন।
মুম্বাইয়ের কুপার হাসপাতালেই ময়নাতদন্ত হয়েছিল সুশান্তের। মর্গের এই কর্মী দাবি, সুশান্তের দেহে এবং গলায় একাধিক আঘাতের দাগ ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সে কথা তিনি জানিয়েছিলেন তখনই।
টাইমস নাওকে দেওয়া সাক্ষাৎকারে রুপকুমার বলেন, যখন সুশান্তকে আনা হয়েছিল তখন হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঁচটি দেহ আনা হয়েছিল। তার মাঝে একটি ছিল ভিআইপি বডি। আমরা যখন ময়না তদন্তের জন্য যাই তখন জানতে পারি সেটি সুশান্তের। তার দেহে একাধিক আঘাত ছিল এবং দুই থেকে তিনটি দাগ ছিল ঘাড়ে। ময়না তদন্তে এসব তথ্য থাকার কথা থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের বলেছিলেন শুধু মৃতদেহের ছবি তুলতে, আমরা তাদের কথা মতো তাই করেছি।
তিনি আরো বলেন, সুশান্তের দেহ যখন প্রথমবার দেখি, আমি ঊর্ধ্বতনদের বলি এটা আত্মহত্যা নয়, খুন। তাদের এটাও বলি আমাদের নীতি মেনে কাজ করা উচিত। কিন্তু তারা আমাকে বলেন, আমাদের ছবি তুলে দ্রুত মৃতদেহ পুলিশকে হস্তান্তর করতে হবে। রাতেই আমরা সুশান্তের দেহের ময়নাতদন্ত করেছিলাম।
২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের আবাসন থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে বলা হয়েছিল, আত্মহত্যা করেছেন সুশান্ত। যদিও তার পরিবার দাবি করে, খুন করা হয়েছিল অভিনেতাকে।
প্রীতি / প্রীতি
মোয়ানার টিজারে নজর কাড়লেন ক্যাথরিন
আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?
প্রতারণার শিকার অভিনেত্রী শ্রিয়া
মিস ইউনিভার্সে জামদানিতে মিথিলা
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন রণবীর
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম
কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল
কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ কেন?
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!
পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী