ববি ক্যাম্পাসে ভিন্নরকম শীত

কুয়াশার সাদা চাদর, নিস্তব্ধ রাতে শিশির পড়ার মৃদু শব্দ এসবই শীত আসার বার্তা নিয়ে আসে। ঋতু পরিক্রমায় আবহমান বাংলায় এভাবেই শীতের আগমণ ঘটে। ঠিক তখনই শীতের উষ্ণ পোশাক, গাছে নতুন পাতার আনাগোনা, শিশিরের আঁকিবুকি, দিনের হিমেল হাওয়া,বিকেলের রক্তাভ সূর্য, খেজুরের রস আর কুমড়া বড়ি ইত্যাদিতে শীতের আগমনী বার্তা পাওয়া যায়। এগুলো ছাড়া যেন শীত ঋতুকে কল্পনা করা যায় না।
তেমনি প্রকৃতির মাঝে শীত যেন বরিশাল বিশ্ববিদ্যালয়কে প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমিতে পরিণত করেছে৷ প্রতিবছর এই ঋতুর আবর্তনে নতুন সাঝে সেজে ওঠে প্রিয় ক্যাম্পাস। সেই আবর্তনের ধারায় শীতের রুক্ষতাকে আপন মনে সাজিয়ে দিয়ে কুয়াশার রঙে রাঙ্গিয়ে শীতকালকেও বরণ করে নেয় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। সকালের শিশিরভেজা ঘাস, দিনের হিমেল হাওয়ায় কড়া রোদ, সন্ধ্যায় হালকা ঠাণ্ডা আর কুয়াশায় পাহাড়ি ঢেউয়ের বর্ণিল সাঝঁ ক্যাম্পাসকে অপরূপ সৌন্দর্যে মুড়িয়ে রেখেছে। শীতের কোন রূপটি নেই কীর্তনখোলার পাড়ে গড়ে ওঠা এই পঞ্চাশ একরের ক্যাম্পাসে।
সকালের শিশিরভেজা ঘাস পাড়ি দিয়ে গমন করতে হয় একাডেমিক পাঠ চুকাতে। সকালে ক্লাসে যাওয়ার আগে শিশিরভেজা সকালের দৃশ্য মোবাইলফোনে ধারণ করা নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এই শিশিরভেজা মিষ্টি সকাল রেখে কিছুতেই যেন ক্লাসে মন বসে নাহ। যখন দেখি কেউ কেউ উষ্ণতাকে ছেদ করে ঠান্ডা শিশিরে পায়ের আলতো ছোয়া লাগিয়ে সুখের সমুদ্রে হারিয়ে যায়। তখন মন চায় আমিও একটু হারিয়ে যাই,আলতো করে ছুঁয়ে দেই ঘাসের উপরে জমে থাকা সোনালী শিশির।
ক্লাস শেষে চায়ের আড্ডায় চুমুক দিয়ে বন্ধুদের সাথে সেই শিশিরভেজা সকাল নিয়ে মধুর গল্পে মেতে উঠেতেও বেশ লাগে। বন্ধুদের সঙ্গে আড্ডার ফাঁকে গরম চায়ের কাপ, ভাপা পিঠার প্লেট আর এক পশলা বেসুরো গলার গান ছাড়া ক্যাম্পাস জীবন পরিপূর্ণ হয় না । অনেকেই এই শীতের লালচে-সোনালি বিকেলকে উপভোগ করে কীর্তনখোলার পাড়ে বসে। লাল চায়ের আড্ডায় মেতে উঠে খুঁনসুটিতে। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে কীর্তনখোলার পাড়ে দাঁড়িয়ে ডুবন্ত সূর্যের সঙ্গী হতেও বেশ লাগে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে গেছে এই কীর্তনখোলা নদী।
ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ফারহানা আফসার মৌরী বলেন, শীতের সকালে ছোট ছোট ঘাসের উপর যখন খালি পায়ে হেঁটে যাই,নিজেকে তখন প্রকৃতির খুব কাছাকাছি মনে হয়। ক্যাম্পাসের শীতকালটা আমরা ভিন্নরকমভাবে উদযাপন করে থাকি। প্রতিবারই শীতকালে বন্ধুরা সবাই মিলে বার-বি-কিউ পার্টি করে থাকি যার মাধ্যমে ক্যাম্পাসে শীতের আমেজ শুরু হয়। সঙ্গে গরম চায়ের সাথে মুক্তমঞ্চের আড্ডাটাও শীতকালে খুব উপভোগ করি। তাছাড়া মেয়েদের শেখ হাসিনা হলে ব্যাডমিন্টন কোর্টে ব্যাডমিন্টন খেলাটাও শীতকালে বেশ উপভোগ করি।
শীতের এই সৌন্দর্যে বিমহিত হয়ে বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল আহাদ বলেন, খুব সকালে যখন হলের ছাঁদ থেকে খেলার মাঠের দিকে তাঁকিয়ে থাকি দেখি কুয়াশার আস্তরণ মনে হয় যেন সাদা মেঘের ভেলা। ছাঁদে বসে একটা সময় সূর্য কে কাছে পাওয়া। সন্ধ্যায় ক্যাম্পাস নিরব কোন সারা শব্দ নেই। রাত গভীর হয়ে আসলে কুয়াশার ভিরে ক্যাম্পাসের চেনা রাস্তা গুলো একটা সময় অচেনা হয়ে উঠে। ক্যাম্পাসের সামনে অনেক ধরনের পিঠা পাওয়া যায় তাই তো সন্ধা হলেই চলে যাই পিঠা খেতে। পরিবার থেকে দূরে থেকেও শীতের আয়োজন থেকে দূরে নেই ৷
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি ও পরিবেশের প্রতি এখানকার মানুষদের অকৃত্রিম ভালোবাসা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক গ্রামে পরিণত করেছে। তাই এখানে শীতের আবহ কোনোভাবেই গ্রাম থেকে আলাদা নয়। যারা শহরের মধ্যেও গ্রামের শীতের আমেজ পেতে চান তারা ঘুরে যেতে পারেন ববি থেকে। শহরের কোলাহল আর যান্ত্রিকতা থেকে দূরে অবস্থিত এ ক্যাম্পাস যেন প্রকৃতির কোলে গড়ে উঠা এক অপরূপ ও অনন্য নৈসর্গ । সবুজের নৈসর্গিক সমারোহ ঘেরা ববি শীত আসে চিরচেনা রূপের বাইরে আরও কিছু মুগ্ধতা নিয়ে। আসে অনবদ্য কিছু বৈশিষ্ট্য নিয়ে। এবারো সারাদেশের মতোই ববিতেও শীত এসেছে আগেভাগেই। তবে তাতে ক্যাম্পাসে শীতের যে বর্ণিল রূপ তাতে একটুও ছেদ পড়েনি।
প্রীতি / প্রীতি

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা
