নিরাপদ কালি উৎপাদনে শীর্ষে সেগওয়ার্ক

- বিষাক্ত টলুইনমুক্ত কালি উৎপাদনে শীর্ষে
- বাংলাদেশে বার্ষিক উৎপাদন ৩৬০০ টন
‘কালি, হৃদয় ও আত্মা’ (Ink, Heart and Soul) এই দর্শনে বিশ্বাসী জার্মান কোম্পানি সেগওয়ার্ক ১৮০ বছর ধরে বিশ্বব্যাপি নিরাপদ কালি উৎপাদন করে আসছে। নিরাপদ প্যাকেজিং কালির প্রয়োজনীয়তা সম্পর্কে সেগওয়ার্ক অত্যন্ত সচেতন। নিরাপদ কালি তাদের কার্যক্রমের একটি প্রধান নীতি। পণ্যের নিরাপত্তা বিষয়ে নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বে শীর্ষস্থানীয়।
গ্রাহকদের উন্নত মানের পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সেগওয়ার্ক। তারই অংশ হিসেবে সেগওয়ার্ক বাংলাদেশ ২০২১ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জের মেঘনা অর্থনৈতিক অঞ্চলে অত্যাধুনিক ব্লেন্ডিং সেন্টার চালু করে। স্থানীয় গ্রাহকদের সুপরিচিত উন্নতমানের টলুইনমুক্ত প্যাকেজিং কালি সরবরাহ করে বাংলাদেশে তার যাত্রাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। স্থানীয়ভাবে কার্যক্রম শুরু করার আগে বাংলাদেশের গ্রাহকরা ভারত থেকে সেগওয়ার্কের কালি আমদানি করতো। ভারত থেকে আমদানি করে আনা পণ্যগুলো সীমান্ত পেরিয়ে আসতে বেশ সময় লাগতো।
বিষাক্ততার কারণে টলুইন বিশ্বব্যাপী পরিচিত। নানা ধরনের ক্ষতিকর প্রভাবের ফলে এটি ভোক্তা, পেশাগত ও পরিবেশগত নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। ক্ষতিকর প্রভাবের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন টলুইনকে আনুষ্ঠানিকভাবে সিএমআর ক্যাটাগরি ২ (সন্দেহ করা হয় যে, এটি অনাগত সন্তানের ক্ষতি করতে পারে) হিসেবে শ্রেণীভুক্ত করেছে। এ ছাড়া টলুইনযুক্ত কালি দিয়ে ছাপানো হলে অবশিষ্ট টলুইন মোড়কের খাদ্য বা পানীয়ের সঙ্গে মিশে যাওয়ার ঝুঁকি থাকে। এটি পণ্যের অর্গানোলেপটিক বৈশিষ্ট্যকে প্রভাবিত করে, যা খাদ্যের মান, নিরাপত্তা, এমনকি আইনি সমস্যাও সৃষ্টি করতে পারে। এসব কারণে বিশ্বব্যাপী ব্র্যান্ডের স্বত্বাধিকারীরা তাদের পণ্যের খাদ্য প্যাকেজিংয়ের ক্ষেত্রে টলুইনের ব্যবহার সীমিত বা সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন।
কোম্পানি সূত্রে জানা গেছে, সেগওয়ার্ক বাংলাদেশের ব্লেন্ডিং সেন্টার প্রাথমিকভাবে তাদের সর্বাধুনিক ব্লেন্ডিং টেকনোলজির মাধ্যমে কাস্টমাইজড, ভিন্নভাবে প্রস্তুতকৃত নিরাপদ কালি সরবরাহ করছে। সেগওয়ার্ক বাংলাদেশের উন্নত ব্লেন্ডিং সেন্টারে ৫০ জন কর্মীর একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। বার্ষিক উৎপাদন সক্ষমতা ৩৬০০ টন। ৬৫ হাজার বর্গফুট জুড়ে বিস্তৃত কেন্দ্রটি বাংলাদেশের বাজারের জন্য কাস্টমাইজড সলিউশনগুলো পরিচালনা করে। সেগওয়ার্কের ব্লেন্ডিং সেন্টার মেশিনারিজ ও লেটেস্ট টেকনোলজি শুধুমাত্র টলুইনমুক্ত কালি উৎপাদনের জন্য নিবেদিত। সেগওয়ার্ক প্ল্যান্টে টলুইন উৎপাদন ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সেগওয়ার্ক বাংলাদেশের সমস্ত কালি প্রস্তুতকারী উৎপাদন ব্যবস্থা টলুইন বাদে করা হয়।
সেগওয়ার্ক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অংশুমান মুখার্জি জানান, নব্বই দশকের মাঝামাঝি থেকে সেগওয়ার্ক বাংলাদেশের প্রিন্টারগুলোতে কালি সরবরাহ করে আসছে। এ কালিতে ইচ্ছাকৃতভাবে টলুইন অথবা টলুইন রয়েছে এমন কোনো কাঁচামাল উপাদান হিসেবে ব্যবহার করা হয় না। সব উৎপাদিত কালি বিশ্বব্যাপী নিয়ন্ত্রক ও ব্র্যান্ড মালিকদের সঙ্গে সম্মিলিতভাবে টলুইনমুক্ত নিরাপদ প্যাকেজিং ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সেগওয়ার্ক।
উল্লেখ্য, পৃথিবীজুড়ে সেগওয়ার্কের ৩০টির বেশি দেশের সংস্থায় প্রায় ৫ হাজার জন ব্যক্তি কর্মরত আছেন। কোলোনের নিকটবর্তী সেগবুর্গে এর প্রধান কার্যালয় অবস্থিত। সেগওয়ার্ক একটি ষষ্ঠ প্রজন্মের পারিবারিক মালিকানাধীন কোম্পানি। প্যাকেজিং, লেবেল ও কোটিংয়ের জন্য প্রিন্টিং ইংক ও কোটিং উৎপাদনের ক্ষেত্রে এটি একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। ১৮০ বছরের বেশি অভিজ্ঞতাসম্বৃদ্ধ কোম্পানিটির নানা ধরনের প্রিন্টিং পদ্ধতি নিয়ে যথেষ্ট দক্ষতা ও জ্ঞান রয়েছে। এই বৈশ্বিক উৎপাদনকারী ও পরিষেবা নেটওয়ার্কটি গ্রাহকদের নিয়মিত উন্নত মানের পণ্য ও সেবা প্রদান করে আসছে।
সাদিক পলাশ / সাদিক পলাশ

সরকারের অগ্রগতি অন্তর্দৃষ্টিতে দেখার পরামর্শ অর্থ উপদেষ্টার

৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতি খাতে অবস্থান দৃঢ় করতে চায় বাংলাদেশ

১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ

‘সবজিই যদি এত দামে কিনে খেতে হয় তাহলে মাছ-মাংস কিনবো কিভাবে’

ব্র্যাক ব্যাংকের এএমডি হলেন মাসুদ রানা

শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ: বাণিজ্য সচিব

বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কিনবে সরকার : বাণিজ্য সচিব

মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে: অর্থ উপদেষ্টা

বাজারে সবজির দাম নাগালের বাইরে, বৃষ্টি হলে আরও বাড়তে পারে দাম

৬০ থেকে ৮০ টাকার ঘরে সব সবজি
