ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

বিকাশে একাদশ, টেকনিক্যাল ও ডিপ্লোমায় ভর্তির আবেদন ও নিবন্ধন ফি পরিশোধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১-২০২৩ বিকাল ৬:২২

২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী, টেকনিক্যাল ও ডিপ্লোমা কারিকুলামের ভর্তি সংক্রান্ত বিভিন্ন ফি প্রদান করা যাচ্ছে বিকাশে। সব শিক্ষাবোর্ডের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন ইতোমধ্যে শেষ হয়েছে। প্রথম পর্যায়ে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীরা তাদের নিবন্ধন ফি বিকাশ অ্যাপ থেকেই পরিশোধ করতে পারছেন অনায়াসে। শিক্ষার্থীরা ০১-০৮ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত নিবন্ধন ফি পরিশোধ করতে পারবেন। ২য় ও ৩য় পর্যায়ের আবেদন ফি এবং নিবন্ধন ফিও বিকাশ অ্যাপ দিয়ে পরিশোধের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

ডিজিটাল এই সেবার মাধ্যমে শিক্ষার্থীরা যেকোনো সময় যেকোনো স্থান থেকে নিরাপদে, স্বাচ্ছন্দ্যে ও দ্রুত বিকাশের মাধ্যমে ভর্তির আবেদন ও নিবন্ধন ফি প্রদান করতে পারছেন। ফলে দূর-দূরান্তের শিক্ষার্থীরা সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে ঘরে বসেই ভর্তির ফি পরিশোধ করার সুযোগ পাচ্ছেন।

http://xiclassadmission.gov.bd/ লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করা যাচ্ছে। বিকাশ অ্যাপ দিয়ে একাদশ শ্রেণীর যেকোনো ফি পরিশোধ করলে গ্রাহক পাচ্ছেন ৩ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ৩১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত একজন গ্রাহক সর্বোচ্চ ১০ বার এই ক্যাশব্যাক অফার নিতে পারেন।

বিকাশ অ্যাপ থেকে আবেদন ফি দিতে অ্যাপের হোমস্ক্রিনে ‘এডুকেশন ফি’ আইকন থেকে ‘XI Class Admission’ অপশনে ট্যাপ করতে হবে। বোর্ডের নাম, পাশের বছর সিলেক্ট করে রোল নম্বর ও মোবাইল নম্বর টাইপ করতে হবে। ফি এর পরিমাণ চেক করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করতে হবে। পরের ধাপে বিকাশ পিন দিয়ে লেনদেন সম্পন্ন হলেই কনফার্মেশন ম্যাসেজ ও ডিজিটাল রিসিট পেয়ে যাবেন আবেদনকারীরা। বিকাশ নম্বরে একটি এসএমএসও পাওয়া যাবে যা পরবর্তী কার্যক্রমের জন্য সংরক্ষণ করতে হবে।

একইভাবে বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ অপশনে গিয়ে বিটিইবি (BTEB) সিলেক্ট করে সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে টেকনিক্যাল ও ডিপ্লোমা ভর্তির জন্যও আবেদন করা যাবে।

https://www.bkash.com/campaign/charge-free-on-admission-fee লিংকে ক্লিক করে বিকাশে ফি প্রদানের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন শিক্ষার্থীরা।

সুজন / সুজন

বরবটি-করলার সেঞ্চুরি, কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি

ব্রয়লার ১৬৫, ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

৩০ বছর পর মাতারবাড়ী-মহেশখালীকে সাংহাই-সিঙ্গাপুরের মতো দেখতে চাই

এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা

সবজির পর দাম বেড়েছে মুদি পণ্যের, চড়বে আলুর বাজারও

চট্টগ্রাম বন্দরে জট কমাতে দীর্ঘদিন পড়ে থাকা ১০০০ কনটেইনার বিক্রি

ডিজিটাইজেশন না হওয়ায় সময়ের কাজ সময়ে হয় না: এনবিআর চেয়াম্যান

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

শাহজালালে নারী যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়বে ৪১ শতাংশ, বৈঠকে বসছে নৌ মন্ত্রণালয়

ইলিশের দেখা মিললেও দামে হাত পোড়ার জোগাড়

৮০ টাকার নিচে নামছেই না সবজি

এক মোটরসাইকেলে ৪ জন, প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩