‘বেশরম’ গান নিয়ে বিতর্ক, ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালককে হত্যার হুমকি
এবার শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোণের ‘পাঠান’ বিতর্কে বিতর্কেও ঢুকে পড়েছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ‘বেশরম রং’ গান নিয়ে মন্তব্য করায় তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বেশ কিছু বার্তা পেয়েছেন বিবেক, যেখানে তার খুলি উড়িয়ে দেওয়ার কথাও বলেছেন শাহরুখ-ভক্তরা।
‘পাঠান’ ছবির সেই গান নিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে আগুন জ্বলছে। ছবি বয়কটের ডাক দেওয়া হয়েছে। সরব হয়েছে দেশটির সরকারি দল বিজেপিও। সব কিছুর মূলে সমস্যা একটিই, তা হল দীপিকার বিকিনির রং। কেন গেরুয়া ব্যবহার হলো তার বস্ত্রে? এ নিয়েই জলঘোলা হচ্ছে, তাতে শাহরুখের চরিত্রেও কালি লেপার চেষ্টা চলছে।
এর মাঝেই বিবেক গত সপ্তাহে ‘বেশরম রং’-এর ভিডিও শেয়ার করে রসিকতা করে লিখেছিলেন, “সতর্কবার্তা! এই ভিডিও বলিউড-বিরোধী। একদমই দেখবেন না, যদি আপনি ধর্মনিরপেক্ষ হন।”
এতেই জ্বলে আগুন শাহরুখ ভক্তদের একটি পক্ষ। বিবেকের ইনবক্সে জমা পড়ে বহু মেসেজ, যার একটিতে লেখা, “তোর সন্ধানে আছি। বাড়ি গিয়ে ঘিলু উড়িয়ে দিয়ে আসব, যদি না ওই টুইট ডিলিট করিস।” সেসব স্ক্রিনশট দিয়ে বিবেক আবার টুইট করলেন, “বাদশা (শাহরুখ) ঠিকই বলেন। সামাজিক মাধ্যম নেতিবাচকতায় ভরে গিয়েছে।”
প্রতিক্রিয়ায় একজন বিবেকেরই পাশে দাঁড়ান। বললেন, “একে বলে অসহিষ্ণুতা। আমরা যে দেশে থাকি, সেখানে আর মতপ্রকাশের স্বাধীনতা অবশিষ্ট নেই। কেউ তার ব্যক্তিগত মতামত দিতে পারেন না? গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ দেশের এই অবস্থা? কোন দিকে এগোচ্ছি আমরা?”
তবে বিতর্কের মাঝে ছবিতেও কাঁটাছেঁড়া হতে যাচ্ছে। ‘পাঠান’ ছবির বেশ কিছু দৃশ্যে পরিবর্তনের জন্য নির্দেশ দিয়েছিল সেন্সর বোর্ড (সিবিএফসি)। একই সঙ্গে ছবির বিতর্কিত ‘বেশরম রং’ গানটির ক্ষেত্রেও কিছু রদবদল করতে বলে চেয়ারপার্সন প্রসূন যোশীর অধীনস্থ বোর্ড।
প্রীতি / প্রীতি
মোয়ানার টিজারে নজর কাড়লেন ক্যাথরিন
আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?
প্রতারণার শিকার অভিনেত্রী শ্রিয়া
মিস ইউনিভার্সে জামদানিতে মিথিলা
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন রণবীর
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম
কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল
কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ কেন?
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!
পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী