নতুন বছরে ফের কাছাকাছি কার্তিক-সারা
বলিউডের বর্তমান সময়ের সেনসেশন কার্তিক আরিয়ানের প্রেমে পড়েছিলেন অভিনেত্রী সারা আলি খান। করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এ গিয়ে নিজের এক তরফা প্রেমের কথা জাহির করেছিলেন সাইফ আলি খানের কন্যা।
এরপর তাকার্তিক-সারাকে দেখা করান করণ জোহর নিজেই। দেখা সাক্ষাৎ থেকে শুরু হয় প্রেম। একসঙ্গে ছবিও করেন তারা। লাঞ্চ, ডিনার থেকে শুরু করে নানা অনুষ্ঠানে একসঙ্গে ধরা দেন দুজনে। কিছুদিন পরই শোনা যায় প্রেম ভেঙেছে তাদের।
তবে এবার ফের সাবেক প্রেমিকের সঙ্গে নববর্ষের পার্টি করলেন সারা। তাহলে কি মিটেছে দূরত্ব?
কিছুদিন আগেই এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সামনাসামনি দেখা হয় কার্তিক ও সারার। তবে একে অপরের সঙ্গে বিশেষ কথা বলতে দেখা যায়নি তাদের। নতুন বছরের প্রথম দিনে ফের একসঙ্গে হলেন তারা।
ক্রিসমাস থেকেই লন্ডনে ছোট ভাই ইব্রাহিম আলি খান ও বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সারা। অন্যদিকে প্যারিসে ছুটি কাটাচ্ছিলেন কার্তিক। গেল রবিবার রাতে একই লোকেশন থেকে একই সময়ে ছবি পোস্ট করেন এই দুই তারকা। সেখান থেকেই শুরু নয়া গুঞ্জন।
রবিবার কাচের তৈরি একটি ক্রিসমাস ট্রিয়ের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন সারা। লোকেশন ছিল ক্ল্যারিজস। সেই একই সময়ে একটি ছবি পোস্ট করেন কার্তিক আরিয়ান, যেখানে তিনি ব্ল্যাক টি পান করছেন, সেটিও ক্ল্যারিজস।
এরপরই ছবির কোলাজে দেখা যায়, লন্ডনের একটি ফেয়ারে ঘুরছেন সারা। কার্তিকও ওই একই সময়ে লন্ডনের রাস্তার ছবি শেয়ার করেন। এদিন সকালেই কার্তিক একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে দেখা যায় প্যারিস থেকে লন্ডন যাচ্ছেন অভিনেতা।
কিছুদিন আগেই সারা আলি খানকে দেখা গিয়েছিল ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে। তবে সেই বিষয়ে দুজনের কেউই মুখ খোলেননি। অন্যদিকে করণ জোহর তার শোয়ে জানান যে, ২০১৮ সালে প্রেম করতেন কার্তিক ও সারা। তাদের সেই প্রেম বেশি দিন স্থায়ী হয়নি।
অন্যদিকে কার্তিক সম্প্রতি জানান যে, বিগত দেড় বছর ধরে তিনি সিঙ্গেল। অন্যদিকে সারাও নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন। তাই দুজনের পোস্ট দেখে বলিউডের অন্দরে জোর গুঞ্জন, দূরত্ব মিটিয়ে ফের কাছাকাছি কার্তিক ও সারা।
প্রীতি / প্রীতি
মোয়ানার টিজারে নজর কাড়লেন ক্যাথরিন
আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?
প্রতারণার শিকার অভিনেত্রী শ্রিয়া
মিস ইউনিভার্সে জামদানিতে মিথিলা
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন রণবীর
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম
কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল
কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ কেন?
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!
পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী