ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সাব-রেজিস্ট্রারের উপর হামলায় কর্মবিরতি


সিরাজুল ইসলাম photo সিরাজুল ইসলাম
প্রকাশিত: ১১-১-২০২৩ রাত ১০:১

সহকর্মীর উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন। বুধবার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি পালন করা হচ্ছে। ফলে বন্ধ হয়ে গেছে সব সেবা। এতে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতা। এদিকে হামলার প্রতিবাদে বুধবার ঢাকা রেজিস্ট্রেশন কমপ্লেক্সে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার দাবি করেছেন।

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি অহিদুল ইসলাম এবং মহাসচিব এস.এম. শফিউল বারী সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার এজলাস কক্ষে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো. ইউসুফ আলীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। তার উস্কানি ও নির্দেশে দুর্বৃত্তরা হকি স্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি মারাত্মক জখম হন। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে।

প্রত্যক্ষদর্শী এবং একটি অডিও ক্লিপের বরাত দিয়ে ঘটনার সূত্রপাত সম্পর্কে এস. এম. শফিউল বারী বলেন, শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয়ের একজন পিয়ন কিছুদিন আগে মারা গেছেন। তার দুইজন স্ত্রী রয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তাদের একজন কিছুদিন ধরে পেনশনের জন্য প্রত্যায়নপত্র চাচ্ছিলেন। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী প্রত্যায়নপত্র দিচ্ছিলেন না। এতে ওই নারীর স্বজনরা ক্ষিপ্ত হন এবং ইউএনও আবুল হায়াতের কাছে অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হন ইউএনও। এক পর্যায়ে তিনি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আসেন এবং এজলাসেই তিনি সাব-রেজিস্ট্রারের সাথে তর্কে লিপ্ত হন। এক পর্যায়ে তিনি সাব-রেজিস্ট্রারের কলার ধরে মারপিট করেন। পরে তার নির্দেশে তার সঙ্গে আসা লোকজন হকি স্ট্রিক ও দেশীয় অস্ত্র নিয়ে ইউসুফ আলীর উপর হামলা করেন। এতে তার মারাত্মক জখম হয়। ইউএনও তার মোবাইল ফোনও ছিনিয়ে নেন। আহত সাব-রেজিস্ট্রারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অডিও ক্লিপটি এই প্রতিবেদকের হাতে এসেছে। এতে দুইজন লোককে তর্ক করতে শোনা গেছে। একজন লোক বেশ উচ্চস্বরে কথা বলছিলেন। তিনি বলছেন, আমি সুপারিশ করার পরও আপনি প্রত্যায়নপত্র দিচ্ছেন না। আপনি পেয়েছেন কি? তবে সেই কণ্ঠস্বর কার, তা যাচাই করা সম্ভব হয়নি। আহত ইউসুফ আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে হামলার বিচার চেয়ে বুধবার কর্মবিরতি পালন করেছেন সারা দেশের সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তারা। এরই অংশ হিসেবে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় রেজিস্ট্রেশন কমপ্লেক্সে বিক্ষোভ দেখিয়েছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) অ্যাসোসিয়েশন। কেন্দ্রী কমিটির সভাপতি মাওলানা মো. হেমায়েত উদ্দিন, ঢাকা জেলা শাখার সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন এতে নেতৃত্ব দেন।

অভিযোগের বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, তিনি হামলার ঘটনায় জড়িত নন। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তিনি সাব-রেজিস্ট্রার অফিসে গিয়েছিলেন দুপুর ১টার দিকে। হামলা হয়েছে বিকাল ৪টায়। হামলার খবর পেয়ে তিনি পুলিশ পাঠিয়ে সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীকে উদ্ধার করান এবং হাসপাতালে পাঠান। এক প্রশ্নে তিনি বলেন, মৃত এলএমএসের স্ত্রী-ও মারা গেছেন। তার একটি প্রতিবন্ধী মেয়ে রয়েছে। আমি তাকে প্রত্যায়নপত্র দেয়ার জন্য সুপারিশ করেছিলাম। কিন্তু সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী বলেন, তিনি মেয়েটিকে চেনেন না। এ সময় মেয়েটির খালা বলেন, অনেকদিন ধরে ঘুরছি। তারপরও আপনি চেনেন না বলছেন কেন? তিনি ওই নারীর সাথে দুর্ব্যবহার করেন। উপজেলার হিসাবরক্ষক বলেন, সব কাগজ ঠিক আছে। আপনি প্রত্যায়নপত্র দিলে মেয়েটি পেনশন পেতে পারে। মূলত আমি প্রত্যায়নপত্র দিতে সুপারিশ করায় তিনি আমার উপর ক্ষিপ্ত হন এবং সবার সামনে আমার সাথে দুর্ব্যবহার করেন। বলেন- আপনারা যা পারেন করেন। যার কাছে ইচ্ছা লেখেন। ডিসির কাছে লেখেন, জেলা রেজিস্ট্রারের কাছে লেখেন। যেখানে খুশি যান। পরে আমরা চলে আসি। তিনি বলেন, ইউসুফ আলী দুর্নীতিবাজ। আইনশৃঙ্খলা মিটিংয়ে তার সামনে চেয়ারম্যানরা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন। এ সময় তিনি আত্মপক্ষ সমর্থন করে ক্ষমা চেয়েছেন। এর আগে ঘুস নিয়ে দলিল লেখকরা তাকে ধাওয়া করেছিলেন। তখন তিনি ইউএনও অফিসে আশ্রয় নেন। ছয় মাসের মতো সাব-রেজিস্ট্রার কার্যালয় বন্ধ ছিলো। পরে বিষয়টি মীমাংসা হওয়ায় তিনি অফিস করছেন। তার দুর্নীতির বিষয়ে রেজ্যুলেশন আছে। এটা আমার মুখের কথা নয়। সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী সেবাগ্রহীতাদের সাথে দুর্ব্যবহার করেন বলেও দাবি করেন ইউএনও আবুল হায়াত।  

সুজন / সুজন

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা: এলএমজি ৫ লাখ, শটগানে ৫০ হাজার

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

সেপ্টেম্বরে ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ হতে পারে

অমীমাংসিত বিষয় সমাধানে বাংলাদেশ-পাকিস্তান একমত

৫ স্মারক ও এক চু‌ক্তি সই করল বাংলাদেশ-পা‌কিস্তান

পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি : সিইসি

একাত্তরের অমীমাংসিত ইস্যুর দুইবার সমাধান হয়েছে

তৌহিদ-ইসহাক দ্বিপক্ষীয় বৈঠক শুরু

১৩ বছর পর ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা