ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বিজ্ঞান চর্চার মাধ্যমেই ২০৪১ সালের ভিশনে আমাদের পৌছাতে হবেঃ পবিপ্রবি ভিসি


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ১৩-১-২০২৩ দুপুর ৪:২৯

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেছেন, বিজ্ঞান চর্চার মাধ্যমেই ২০৪১ সালের ভিশনে আমাদের পৌছাতে হবে। বাংলাদেশ সরকার আগামীর যে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে তার জন্য বিজ্ঞান মনস্ক তরুন সমাজকেই এগিয়ে আসতে হবে, একইসাথে বিজ্ঞান চর্চার পাশাপাশি মানবিক শিক্ষার দিকেও নজর দিতে হবে।

আজ(শুক্রবার) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড- ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

জাতীয় বিজ্ঞান একাডেমির আয়োজনে এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সার্বিক সহযোগিতায় এবারের এ বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজিত হয়। এতে বরিশাল বিভাগের প্রায় দু'শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ৯ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত পতাকা উত্তোলনের মাধ্যমে উক্ত আয়োজনের উদ্বোধন করেন। এসময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত আরো বলেন, মানুষের পাথরের যুগ থেকে আজ যে অট্রালিকা তা শুধু  বিজ্ঞানেরই অবদান। বিজ্ঞানের কল্যাণেই আজ শিল্প, চিকিৎসা, কৃষি খাতে এত অগ্রগতি এবং সে অগ্রগতিকে পুঁজি করেই পৃথিবী আজ চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে। 

এসময় বরিশাল বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইন্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এস. এম. তাওহিদুল ইসলাম বলেন, ডেটা সাইন্স, মেশিন লার্নিং অথবা রোবটিক্স আজ সব কিছুই আধুনিক বিজ্ঞানের উদ্ভাবন এবং এগুলোর সামগ্রিক বিকাশে আগামীর জন্য আজকের এ প্রজন্মকে তৈরী হতে হবে। আমাদের এ মেধা ও মননশীলতাকে কাজে লাগিয়েই আগামীর স্মার্ট বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে একসাথে কাজ করতে হবে। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, এগ্রোনমি বিভাগের প্রফেসর ড. জাহিদ হাসান সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন