ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

শিক্ষার্থীর তুলনায় হাবিপ্রবির পরিবহন সেবা নগন্য: ভোগান্তিতে শিক্ষার্থীরা


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১৭-১-২০২৩ দুপুর ১২:১৫
শিক্ষার্থীর সংখ্যার তুলনায় আগের চেয়ে পরিবহন সেবার ভয়ংকর সংকট ধারণ করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি), যাতে করে ভোগান্তিতে রয়েছে অনেক শিক্ষার্থীই। বিশ্ববিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তির পরই পরিবহন সেবার চরম সংকট ধারণ করেছে। যে সকল শিক্ষার্থী শহরে অবস্থান করছেন এবং হাবিপ্রবি বাসে (দিনাজপুর শহর হতে ক্যাম্পাস) যাতায়াত করছেন, বর্তমানে তাদের জন্য বিশ্ববিদ্যালয় বাসে দাঁড়ানোর মতো জায়গা পাওয়া যেনো রীতিমতো সোনার হরিণ পাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। এখন বর্তমানে বিশ্ববিদ্যালয় বাসে জায়গা পাওয়া রীতিমতো এক যুদ্ধে অংশগ্রহণ করার মতো অবস্থা তৈরি হয়েছে, যাতে করে অনেক শিক্ষার্থী বাসে জায়গা পাচ্ছে না। এর ফলে অনেক শিক্ষার্থীই ক্লাস-পরীক্ষায় সময়মতো উপস্থিত হতে পারছে না। অনেক শিক্ষার্থীই জীবনের ঝুঁকি নিয়ে অটোরিকশা কিংবা লোকাল বাসে করে যাতায়াত করছে। এর ফলে প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকির মতো বিভিন্ন দূর্ঘটনার সম্মুখীন হচ্ছেন তারা।
 
এর আগে গত ২৭/১১/২০২২ ইং প্রকাশিত বাস শিডিউলে দেখা যায় সকাল সাড়ে ১১টার এর পর থেকে দুপুর দেড়টার মধ্যবর্তী সময়ে কোন ধরনের বাস দেওয়া হয় নি। এর ফলে অনেক শিক্ষার্থীকে দুপুরের ক্লাসে উপস্থিত হতে হলে তাদের দেড় ঘন্টা আগেই ক্যাম্পাস যেতে হয়, অন্যথায় পরবর্তী দেড় ঘন্টায় কোন বাস সার্ভিস নেই। এতে করে সময় অপচয়ে ভুগছে শিক্ষার্থীরা।
 
বাস পরিবহণ সেবার বর্তমান সার্বিক অবস্থা সম্পর্কে জানতে বাসে যাতায়াতকারী কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলা হয় এবং বিভিন্ন সময়ে সরেজমিনে গিয়ে পর্যবেক্ষন করা হয়। এসময় শিক্ষার্থীরা জানান, “বর্তমানে বিশ্ববিদ্যালয় বাসে যাতায়াত করে সময়মতো ক্লাস ও পরীক্ষায় উপস্থিত হওয়া কঠিন হয়ে দাড়িয়েছে। প্রথমত, পূর্বের বাস শিডিউলে সময় অপচয়ে আমাদের ভোগান্তি এবং দ্বিতীয়ত, এখন বর্তমানে ২২ ব্যাচ ভর্তির পরে বাসে দাঁড়ানোর মতো জায়গা পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ সময়ই যারা শহর থেকে ক্যাম্পাসে যাতায়াত করে তাদের বাসে উঠার জন্য রীতিমতো যুদ্ধ করতে হয়। এমনকি বিশেষ করে যারা সকাল সাড়ে ১০ টা এবং সাড়ে ১১ টার সময় কলেজ মোড় থেকে যারা ক্যাম্পাসের আসার জন্য বাসের অপেক্ষা করে তাদের শুধু অপেক্ষাই করা হয়, পরবর্তী সময়ে আর বাসে উঠা সম্ভব হয় না। এর কোনো উপায় না পেয়ে জীবন ঝুঁকি নিয়ে অটোরিকশায় যাতায়াত করতে হচ্ছে। শিক্ষার্থীদের সময় এবং জীবন নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই বিষয়টির প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য জোরালো আবেদন জানাচ্ছি”। 
 
এসকল সার্বিক বিষয়ে এবং বাস সেবার পরিমান বৃদ্ধি করা হবে কিনা এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও যন্ত্র মেরামত শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ খালেদ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমরা পরিবহন সেবার এই বিষয়টি পর্যবেক্ষণ করছি, এ সপ্তাহে আমরা পর্যবেক্ষণ করবো কখন এবং কোন সময়ে শিক্ষার্থীদের চাপ বেশি থাকে, সে অনুযায়ী আগামী সপ্তাহে নতুন করে বাসের রি-শিডিউল প্রকাশ করা হবে"।
 
সাড়ে ১১ টার পরবর্তী সময় থেকে দুপুর দেড় টার মধ্যবর্তী সময়ে দিনাজপুর শহর হতে ক্যাম্পাসে বাস সেবা না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, “আমরা মনে করছি যে ঐ সময়ে শিক্ষার্থীদের কোন ক্লাস শিডিউল থাকে না, তারপরেও আমরা পর্যবেক্ষণ করে দেখি, যদি প্রয়োজন সে বিষয়টি মাথায় রেখেই আমরা বাসের রি-শিডিউল তৈরি করবো”।

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন