ঢাকা শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

ববিতে দুই শিক্ষার্থীর হাতে ব্যানার, চেয়ার টেবিলে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সভা


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ১৯-১-২০২৩ বিকাল ৫:৮
বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) বঙ্গবন্ধু হল কর্তৃক আয়োজিত আউটডোর গেম ২০২৩ আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে আউটডোর গেমস উদ্বোধনে খুটির পরিবর্তে শিক্ষার্থীদের দ্বারা দীর্ঘক্ষণ  ব্যানার ধরে দাড়িয়ে রাখানোর ঘটনায় ক্যাম্পাস জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। শিক্ষার্থীরা বলছেন এটি অমানবিক ঘটনা।
 
 
বিশ্ববিদ্যালয়ের ভিসি, ট্রেজারার, হল প্রভোস্টসহ অতিথিদের বসার জন্য টেবিল চেয়ার থাকলেও ব্যানার টানানোর জন্য কোন ব্যবস্থা ছিলো না। তাই খুটিতে ব্যানার টানোর পরিবর্তে দুই শিক্ষার্থীকে দাঁড় করিয়ে তাদের হাতে ব্যানার তুলে দেয়া।
 
সম্প্রতি বঙ্গবন্ধু হলের ব্যাডমিন্টন মাঠে এই গেমসের উদ্বোধন করেন ববি ভিসি প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ৷ এসময় মাঠের সামনে চেয়ার টেবিল দিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ হলের আবাসিক শিক্ষকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ৷ এদিকে ঐ সময়ে অনুষ্ঠানের ব্যানার ধরে দীর্ঘ ৪০ মিনিট (৭টা থেকে ৭.৪০) দাড়িয়ে থাকে দুই শিক্ষার্থী ৷ এরমধ্যে বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে৷
 
আশিকুল ইসলাম নামের এক শিক্ষার্থী মন্তব্য করেন,রডের বিকল্প বাঁশ, বাঁশের বিকল্প স্টুডেন্ট। বাঁশ খাওয়া স্টুডেন্টরা এখন নিজেরাই এক একটা বাঁশের ভূমিকায় দাড়িয়ে আছে। সততার কি অপূর্ব দৃষ্টান্ত।বাজেট হলেই সেখান দূর্নীতি হয়, তাই স্যার হয়তো বাজেটই দেয় নাই ব্যানার টানানোর৷
 
ক্ষুদ্ধ হয়ে আরেক শিক্ষার্থী আনোয়ার মন্তব্য করেন,বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের প্রোগ্রামের অবস্থা ৷ বিষয়টি দুঃখজনক নয় বরং বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য এটা লজ্জার! আমার মনে হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামের ব্যাপারে আয়োজকদের মোটেই ধারণা নেই।
 
দুই ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকা দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিভাগের দশম ব্যাচ(২০২০-২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলিউল ইসলাম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবম ব্যাচ (২০১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান৷
 
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ব্যানার নিয়ে দাড়িয়ে থাকা মিজানুর রহমান শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীরা এভাবে ব্যানার ধরে দাড়িয়ে থাকা দৃষ্টিকটু ৷ আয়োজকরা দুইটা বাশেঁর ব্যবস্থা করতে পারতো ৷
 
এ বিষয়ে বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষক আবু সালেম বিষয়টি প্রথমে অস্বীকার করে বলেন,আমি সঞ্চালনার দায়িত্বে ছিলাম আমি দেখি নাই ৷ পরবর্তীতে শিক্ষার্থীরা স্বইচ্ছায় ছবি তোলার জন্য এমনটি করেছে বলে জানান ৷
 
শিক্ষার্থীদের দিয়ে ব্যানার ধরার বিষয়টি দুঃখজনক হিসাবে আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বিষয়টি মটেও সমীচীন হয়নি ৷ শিক্ষার্থীদের এমন প্রতিবাদী মূল্যবোধকে আমি সন্মান জানাই ৷পরবর্তীতে যেন এমন ঘটনা না ঘটে সে বিষয়ে হল প্রোভোস্টদের সাথে আমি কথা বলবো৷

এমএসএম / এমএসএম

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি