ফটোগ্রাফি সোসাইটির নির্বাচনে ছাত্রলীগের থাবা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফটোগ্রাফি সোসাইটি এর নির্বাচনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মো.কামরুল হাসানের বিরুদ্ধে জোরপূর্বক কমিটির সভাপতির পদ দখলের অভিযোগ তুলেছে ফটোগ্রাফি সোসাইটির সদস্যরা।
নির্বাচনে হেরেও সভাপতি হওয়ার জন্য চাপ প্রয়োগ, সভাপতির পদ প্রার্থী এক প্রার্থীকে মারধরের অভিযোগ সহ কামরুল হাসানের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে। জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির (ডিইউপিএস) প্রতি বছর সিলেকশনের মাধ্যমে কমিটি অনুমোদন দিলেও এইবছর সর্বসম্মতিক্রমে নির্বাচনের মাধ্যমে কমিটি দেয়ার স্বীদ্ধান্ত নেই সিলেকশন কমিটি। কমিটি দেয়ার লক্ষ্যে গত ৩১ ডিসেম্বর কার্যনির্বাহী সদস্য সভায় ৯ সদস্য বিশিষ্ট এক সিলেকশন কমিটি গঠন করা হয়।
গত ৬ জানুয়ারি সিলেকশন কমিটির উপস্থিতিতে নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচনে ২৬ ভোটের মধ্যে নকিব হাসান বাধন পায় সর্বোচ্চ ১৮ ভোট, কামরুল পায় ৮ ভোট। এসময় সিলেকশন কমিটির ৯ সদস্যের মধ্যে ৩ সদস্য উপস্থিত ছিলেন। সংগঠনের সাবেক সভাপতি ও আজীবন সদস্য মাশকুল ইসলাম, সাবেক সভাপতি মিমু দাস, সদ্য সাবেক সভাপতি আবু জাফর মো. সালেহ ও বর্তমান কমিটির সভাপতি রজত পাল।
নির্বাচনে নকিব বিজয়ী হলেও কামরুল বিভিন্নভাবে সিলেকশন কমিটিকে চাপ প্রয়োগ করে সভাপতির পদের জন্য। সিলেকশন কমিটি কামরুলের চাপের মুখে কামরুলকে সভাপতি করে একটি ড্রাফট কমিটি গঠন করে। নকিবকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণে চাপ প্রয়োগ করা হয়।
এবিষয়ে ভুক্তভোগী নকিব বলেন, আমি নির্বাচনে সমর্থন বেশি পেয়েছি। আমি সভাপতি পদের জন্য যোগ্য বলেই সমর্থন পেয়েছি। কিন্তু আমাকে সভাপতি না করে জেনারেল সেক্রেটারির দায়িত্ব নেয়ার কথা বলা হচ্ছে। আমি জেনারেল সেক্রেটারির দায়িত্ব কেন নেব সভাপতি নির্বাচিত হওয়ার পরও। সভাপতি হওয়ার অধিকার আমার আছে। কারণ আমি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি।
এ বিষয়ে সংগঠনের সাবেক সভাপতি মাশকুল ইসলাম বলেন, নকিব ছেলেটা ফটোগ্রাফি সোসাইটিতে কিভাবে আছে আমি জানিনা। ফটোগ্রাফির কিছুই জানেনা। শুধু শুধু মেম্বার হয়ে আছে। ভোট হওয়ার পর ক্লাবে বসেই কামরুল, নকিবের মধ্যে মিউচুয়াল হয়ে যায়। নকিব জিএস হিসেবে দায়িত্ব নেয়ার কথা বলে। পরবর্তী কার কথায় উঠা বসা করে আপনাদের সাথে যোগাযোগ করছে আমি জানিনা। নকিব এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ করেনি। ক্লাব মেম্বার কারো সাথেও যোগাযোগ করেনি। যোগাযোগ না করলে সমস্যার সমাধান কিভাবে হবে।
কামরুল হাসান ইলেকশনের কথা অস্বীকার করে বলেন, ফটোগ্রাফি সোসাইটি কখনো ইলেকশন করেনা৷ সিলেকশন কমিটি যোগ্যতা বিবেচনায় দায়িত্ব দিয়ে থাকে। ওই ছেলে নিজের যোগ্যতা প্রমাণ করতে না পেরে এইসব নাটক সাজিয়েছে। সিলেকশন কমিটির কাছে যোগ্য মনে হলে তাকে অবশ্যই সিলেকট করা হতো।
এমএসএম / এমএসএম

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি
Link Copied