ডা. এনামুল হক টিটুর পরামর্শ
সুস্থ্য থাকবে ব্যবহার করুনঃ সিঁড়ি
ব্যস্ত জীবনে লিফট যেন এক আশির্বাদ। কষ্ট করে সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় না। কেবল লিফটের বাটন টিপলেই আপনাকে পৌঁছে দেবে কাঙ্খিত ফ্লোরে। বাঁচবে সময়, কমবে কষ্ট। তবু লিফট ব্যবহার করার বদলে সিঁড়ি ব্যবহার করার উপকারিতা বেশি। কেন? এ বিষয়ে পড়ুন ইয়র্ক হাসপাতাল এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক টিটুর পরামর্শ।
হৃৎপিণ্ড ভালো রাখে: নিয়মিত সিঁড়ি ব্যবহার করে ওঠানামা করলে তা হৃৎপিণ্ড ভালো রাখতে কাজ করে। কারণ সিঁড়ি ব্যবহার করলে শ্বাসযন্ত্র ও রক্তনালীর কার্যক্রম ভালো থাকে। ফলে মুক্ত থাকা যায় অনেক ধরনের রোগ থেকে। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও কাজ করে সিঁড়ি ভেঙে ওঠানামা করার অভ্যাস।
ওজন কমাতে কাজ করে: যারা বাড়তি ওজন নিয়ে দুশ্চিন্তা করছেন অথচ ব্যায়াম করার মতো পর্যাপ্ত সময়ও নেই তাদের জন্য উপকারী একটি অভ্যাস হতে পারে সিঁড়ি ব্যবহার করে ওঠানামা করা। এতে অনেকটাই ব্যায়ামের কাজ হয়ে যায়। ফলে শরীর তো সুস্থ থাকেই সেইসঙ্গে ওজন নিয়ন্ত্রণ করাও সহজ হয়।
শরীর সচল থাকে: নিয়মিত সিঁড়ি ভেঙে ওঠানামা করলে তা শরীর সচল রাখে। এতে শরীরের জোড়াগুলো স্বাভাবিক ও সচল থাকে। বাইরে বের হলে যতটা সম্ভব হেঁটে যেতে চেষ্টা করুন। সেইসঙ্গে অনেক বেশি উপরে না হলে লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করে ওঠার চেষ্টা করুন।
হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে: আপনি যদি প্রতিদিন মোট আট তলার সমান সিঁড়ি ভেঙে ওঠানামা করেন তবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে অন্তত ৩৩ শতাংশ। এমনটাই বলছে গবেষণা। তাই এ ধরনের ঝুঁকি কমাতে ওঠানামার জন্য নিয়মিত সিঁড়ি ব্যবহার করুন। মানসিক স্বাস্থ্য ভালো থাকে: শারীরিকভাবে সচল থাকলে তা কেবল আপনার শরীরকেই সুস্থ রাখে না, সেইসঙ্গে ভালো রাখে মনও। সিঁড়ি ব্যবহার করে ওঠানামার কাজটি প্রতিদিনই করা যায়। সেইসঙ্গে বাড়তি সময়ও খরচ হয় না। ফলে আপনি শারীরিকভাবে ভালো থাকার পাশাপাশি মনও থাকে ফুরফুরে।
এভাবেই বাড়তি কোনো সরঞ্জাম না কিনেই আপনি অনেকটা সুবিধা পেয়ে যাচ্ছেন ওজন কমানো ও শরীরকে ফিট রাখার ক্ষেত্রে। দৌড়ানো বা জিমে যাওয়ার জন্য আলাদা সুযোগ খুঁজতে হবে না। এটি এমন এক ব্যায়াম যেটি আপনি চাইলেই করতে পারেন। বাড়তি কোনো খরচেরও ভয় নেই। তাই সুস্থ থাকার জন্য খুব বেশি জরুরি ছাড়া লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের অভ্যাস করুন।
এমএসএম / এমএসএম
পেশি যত বেশি, মস্তিষ্ক তত তরুণ : গবেষণায় নতুন তথ্য
বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিল ব্রাজিল
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭
জন্মসনদ থাকুক বা না থাকুক, প্রতিটি শিশুকে টিকা দিতে হবে
ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৩৬
স্বাস্থ্যখাতে ‘দুর্নীতির হোতা’ মিঠু গ্রেপ্তার
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁইছুঁই
সংখ্যা নিয়ে বিভ্রান্তি, নতুন ব্যাখ্যায় নিহত ৩৪