ঢাকা শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

নারীঘটিত বিষয়ক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাবিপ্রবিতে সংঘর্ষ


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ৩১-১-২০২৩ রাত ১১:১৫
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে দুই আবাসিক হলের কিছু শিক্ষার্থীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। 
 
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডরমিটরি-২ হলের কিছু শিক্ষার্থী শেখ রাসেল (এক্সটেনশন) হলের শিক্ষার্থী জাহিদকে অবরোধ করে রাখলে শেখ রাসেল (এক্সটেনশন) হলের একাংশ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদে ঢুকে পরে। এসময় শিক্ষকদের সামনেই হট্টগোল এবং ধস্তাধস্তি শুরু হয়। এসময় উপস্থিত শিক্ষকরা বিশৃঙ্খলা থামানোর চেষ্টা করলেও উত্তেজনা আরও বেড়ে যায়। ঘটনাক্রমে ২০১৭ শিক্ষাবর্ষের ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রীর শুভ্র এবং একই বিভাগের ডরমেটরি-২ হলের আবাসিক শিক্ষার্থী আবেদীন আঘাতপ্রাপ্ত হয়।
 
এরপর বিষয়টি জানাজানি হলে, আহত শিক্ষার্থীর বন্ধুরা ও ডরমিটরি-২ এর আবাসিক শিক্ষার্থীরা আসলে শেখ রাসেল এক্সটেনশন আবাসিক হলের শিক্ষার্থীদের সাথে হট্টগোলে জড়িয়ে পরে।ঘটনার উত্তেজনায় দুই আবাসিক হলের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসলে দুই পক্ষের মাঝে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।
 
ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদ ক্যাম্পাসে আসলে শিক্ষাবর্ষের ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রীর শিক্ষার্থী সামিউলের সাথে একটি মেয়েকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে জাহিদ হাবিপ্রবিতে ভর্তি হয়। 
 
এরপর গত সোমবার জাহিদের সাথে সামিউলের পুনরায় পুরনো বিষয়কে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। যা সমঝোতা করতে পরদিন মঙ্গলবার ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষকবৃন্দ দুই শিক্ষার্থীকে নিয়ে ইঞ্জিনিয়ারিং অনুষদে বসে। এসময় উপস্থিত দুই পক্ষের মাঝে বাগবিতণ্ডা হয়। কথা-কাটাকাটির জেরে দুইপক্ষের মাঝে উচ্চ বাক্য বিনিময়ও হয়। পরবর্তীতে দুই পক্ষের মধ্যকার বিশৃঙ্খলা আরো বেড়ে যায় এবং আবাসিক হলের শিক্ষার্থীরাও ঘটনায় জড়িয়ে পরে।
 
পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এগিয়ে আসে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র পরামর্শ নির্দেশনা বিভাগের পরিচালক, সহকারী প্রক্টর এবং হল সুপারগণ উপস্থিত থেকে ঘটনা সামাল দেওয়ার চেষ্টা করেন। এসময় দুই হলের সিনিয়র নেতাকর্মীদের সাথে আলোচনা করে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে ব্যাস্ত থাকায় পরবর্তীতে যোগাযোগ করতে বলে। পরবর্তীতে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
 
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ড. শামীম হোসাইন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “আজকের পুরো ঘটনাটি সম্পূর্ণ ব্যাক্তিগত ঘটনাকে কেন্দ্র করে ছিলো। ঘটনাক্রমে আবাসিক হলের শিক্ষার্থীরা জড়িয়ে পড়ে। পরবর্তীতে আমরা প্রক্টরিয়াল বডি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ ও হল সুপারবৃন্দসহ দুই হলের ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বিষয়টির মিমাংসা করি। এসময়ের দুই হলের পক্ষ থেকে শিক্ষার্থীরা এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আর জড়িয়ে পড়বে না বলে লিখিত দেয়। এবং যারা অনুষদের অভ্যন্তরে বিশৃঙ্খলার ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে”।

এমএসএম / এমএসএম

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি