ঢাকা শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

ছিনতাইয়ের অভিযোগে দুই ছাত্রলীগ নেতা সাময়িক বহিষ্কার


ঢাবি প্রতিনিধি  photo ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৭-২-২০২৩ রাত ৮:৩
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক দম্পতিকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাইয়ের মামলায় অভিযুক্ত দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁরা হলেন আইন বিভাগের শিক্ষার্থী রাহুল রায় ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তানজির আরাফাত ওরফে তুষার। দুজনই ছাত্রলীগ নেতা।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়। সেখানে বলা হয়, তাঁদের কেন বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না, সে বিষয়ে জবাব চেয়ে তাঁদের শিগগিরই চিঠি দেওয়া হবে। চিঠি পাওয়ার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে তাঁদের জবাব দিতে হবে।
 
রাহুল কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য সাবেক সদস্য আর তানজির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্‌দীন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন, অসদাচরণ ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাহুল রায় ও তানজির আরাফাতকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
 
গত ১৫ জানুয়ারি রাতে সোহরাওয়ার্দী উদ্যানে এক দম্পতিকে মারধর ও হেনস্তা করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় দুদিন পর গ্রেপ্তার হয়েছিলেন তানজির আরাফাত। তবে এক দিনের মধ্যেই ছাড়া পেয়ে ফের ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হয়েছেন তানজির। একই মামলার আরেক আসামি ছিলেন ছাত্রলীগ নেতা রাহুল রায়। তাঁদের বিরুদ্ধে ছাত্রলীগ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। রাহুল ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন আর তানজির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসানের অনুসারী হিসেবে পরিচিত।
 
রাহুল রায়ের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘ছাত্রলীগের কারও কোনো অনুসারী নেই। উপদলীয় রাজনীতি করার সুযোগ নেই। ছাত্রলীগে সবাই সংগঠনের কর্মী। ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইন ও নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই৷ শিক্ষার পরিবেশ সমুন্নত রাখা ছাত্রলীগের নৈতিক দায়বদ্ধতা।’
 
তানজির আরাফাতের বিষয়ে তানভীর হাসান সৈকত বলেন, ‘তানজিরের বক্তব্য হচ্ছে, সে অপরাধের সঙ্গে যুক্ত নয়। সে যখন ঘটনাস্থলে পৌঁছায়, ততক্ষণে মারামারি শেষ। ঘটনাস্থলে দায়িত্বরত একজন পুলিশ সদস্যও একই কথা বলেছেন। বিষয়টি এখন আদালতে বিচারাধীন। আদালতে তার অপরাধ প্রমাণিত হলে অবশ্যই বহিষ্কার হবে। অপরাধ প্রমাণিত না হলে সে তার রাজনৈতিক কার্যক্রম বা স্বাভাবিক কার্যক্রম করতে পারবে।’

এমএসএম / এমএসএম

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি