ববিতে দ্বিতীয় গণবিজ্ঞপ্তি, আসন ফাঁকা ২০২

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শূন্য আসনে ভর্তির জন্য দ্বিতীয় গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷ বৃহস্পতিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব মুহসিন উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে গুচ্ছ পদ্ধতিতে এ, বি এবং সি ইউনিটে প্রথম মেধাতালিকা থেকে সপ্তম মেধাতালিকা এবং প্রথম গণবিজ্ঞপ্তিতে ভর্তি শেষে মোট আসন ফাঁকা রয়েছে ২০২টি। এতে এ ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে মোট আসন ফাঁকা ১৫২টি, বি ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে মোট আসন ফাঁকা ২৯ টি এবং সি ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে মোট আসন ফাঁকা ২১ টি।
বিজ্ঞপ্তি সূত্রে, এ ইউনিটে ৩০০১ থেকে ৫০০০, বি ইউনিটে ১৭০১ থেকে ২২০০, সি ইউনিটে ১৫০১ থেকে ২০০০ পর্যন্ত সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হয়েছে ৷ আবেদনকারী শিক্ষার্থীদের আগামী ১২/০২/২০২৩ তারিখ সকাল ১০:০০ হতে বিকাল ৪:০০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ সশরীরে সংশ্লিষ্ট ইউনিট অফিসে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে বলা হয়।
সাক্ষাৎকারের জন্য প্রযোজ্য:
১। ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের চয়েস ফরম সঙ্গে আনতে হবে।
২। সাক্ষাৎকারে উপস্থিত না হলে উপরোল্লিখিত মেধাক্রমসীমার মধ্যস্থিত কোনো শিক্ষার্থী পরবর্তীতে আর ভর্তির জন্য বিবেচিত হবে না।
৩। মেধা তালিকার ভিত্তিতে নির্ধারিত বিভাগে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১৪/০২/২০২৩ তারিখে প্রকাশিত হবে।
৪। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৫/০২/২০২৩ হতে ১৬/০২/২০২৩ তারিখ সকাল ৯:৩০ হতে বিকাল ৪:০০ টার মধ্যে এ্যাডমিশন গাইডলাইন ( ভর্তি ফরম পূরণ, ফি প্রদান, কাগজপত্র জমা দেওয়া) অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৫। ১৬/০২/২০২৩ তারিখের পরে ভর্তির জন্য নির্ধারিত আসন শূন্য থাকা সাপেক্ষে সাক্ষাৎকার প্রদত্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অপেক্ষমান তালিকা হতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
এমএসএম / এমএসএম

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু
