ববির হল ক্যান্টিনের খাবারে সিগারেটের ফিল্টার-পোঁকা,উদাসীন হল প্রশাসন
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বঙ্গবন্ধু হলের খাবারে সিগারেটের ফিল্টার ও শেরে বাংলা হলের খাবারে পোঁকা (শুয়োপোঁকা) পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সেই সাথে খাবারের দাম বৃদ্ধির ও অভিযোগ পাওয়া যায়। সম্প্রতি পৃথক দুই হলে এই ঘটনাটি ঘটে। বিষয়গুলো হল প্রসাশনের উদাসীনতাকে দায়ী করছেন সাধারণ শিক্ষার্থীরা ৷
ভুক্তভোগী শিক্ষার্থী মো রায়হান বলেন, শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু হলের মোরগ পোলাও ৬০টা দিয়ে কিনে পার্সেল করে রুমে নিয়ে আসি ৷ রুমে এসে খাবার মাঝখানে সিগারেটের ফিল্টার পাই ৷কর্মচারীরা সিগারেট খায় আর রান্না করে! এরা কি মানুষ নাকি অন্য কিছু? কর্তৃপক্ষও কোনো ব্যবস্থা নিচ্ছে নাহ। দিনকে দিন এভাবেই চলছে। আর কত ভাই?
এদিকে বৃ হস্পতিবার(৯ফেব্রুয়ারী) দুপুরে শেরে বাংলা হলের ক্যান্টিনে খাবার খেতে যায় শান্ত মিয়া নামের এক শিক্ষার্থী তিনি বলেন, বৃস্পতিবার আমি দুপুরের খাবার খেতে শেরে বাংলা হল এর ক্যান্টিনে যাই ৷ মাছ এবং সবজি অর্ডার করি খাবার সার্ভ করা ক্যান্টিন পরিচালক আমাকে খাবার দিলে সেটা খাওয়ার সময় আমি সোয়া পোকা টাইপের এই পোকাটি লক্ষ করি।
সেটা সেখানকার দায়িত্বরত একজনকে বলি,"মামা, খাবারের মধ্যে এইগুলা কি?" উনি আমার কথায় কোনো ভ্রুক্ষেপ না করে আমার কাছ থেকে খাবারের বাটি নিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন।শেরে বাংলা হলের সাব্বির আহমেদ নামের এক শিক্ষার্থী ক্যাম্পাসলাইভকে বলেন, হলের নিম্নমানের খাবারে ও প্রশাসনের অনুমতি ছাড়াই মূল্যবৃদ্ধি ৷ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনসহ নিয়মিত খাবারের ভেতর মেটাল ও পোঁকা পাওয়া গেলে আমারা খাব কী? আমাদের এই সমস্যাগুলো দেখবে কে?
বিষয়টি নিয়ে বঙ্গবন্ধু হলের ক্যান্টিন পরিচালক সাকিব ক্যাম্পাসলাইভকে বলেন,পরবর্তীতে এমন বিষয় যেন আর না হয় সে ব্যাপারে সে যথাযথ ব্যবস্থা নিবে ৷কিন্তু কি কারণে বারবার এমন ঘটনা ঘটছে তার কোন সঠিক উত্তর দিতে পারেননি ৷
এ বিষয়ে শেরে বাংলা হলের প্রোভোস্ট আবু জাফর মিয়া ক্যাম্পাসলাইভকে বলেন, এ বিষয়টি আমার জানা নেই ৷ আমি এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি ৷
বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়গুলো নিয়ে হলের প্রভোস্টদের সাথে কথা বলবো।
উল্লেখ্য,এর আগে গত ২৯ জানুয়ারি ও ৩রা ফেব্রুয়ারী বঙ্গবন্ধু হলের খাবারে মেটাল ও সিগারেটের ফিল্টার পাওয়া যায়। এর আগে গত ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার খাবারে পলিথিন পাওয়া যায় ৷
এমএসএম / এমএসএম
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
Link Copied