জমকালো আয়োজনে হাবিপ্রবিতে ইইই দিবস-২০২৩ পালিত
জমকালো আয়োজনের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ইইই দিবস-২০২৩ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ইইই বিভাগের চেয়ারম্যান এবং ইইই ক্লাবের সভাপতি, অধ্যাপক ড. জামিল সুলতান এর সভাপতিত্বে সকাল সাড়ে ৯ টায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ, সিএসই অনুষদের শিক্ষকগণ এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনের সামনে থেকে শুরু করে মূল সড়ক এবং প্রধান ফটক প্রদক্ষিণ করে টিএসসি এর সামনে এসে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সকাল ১০ টায় অনুষ্ঠানের প্রধান পর্ব শুরু হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশেষ অতিথিবৃন্দ এবং অনুষ্ঠানের সভাপতি।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন,“মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট সিটিজেন,স্মার্ট গভর্নেন্স, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এই চারটি বিষয়ে উদ্ভাবনী ভূমিকা রাখবে হাবিপ্রবির ইইই ডিপার্টমেন্ট। এই আশাই রাখছি শিক্ষার্থীদের উপর।"
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. জামিল সুলতান তার সমাপনী বক্তব্যে বলেন,“যে কোনো ভালো কাজের ফলাফল একদিন না একদিন পাওয়াই যাবে। তোমাদের এই উদ্ভাবনী জ্ঞান হোক তোমাদের ভবিষ্যত বিনির্মাণের পাথেয়।"
বক্তব্য শেষে তিনি আলোচনা সভার সমাপ্তি এবং এক্সিবিশন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
এক্সিবিশন অনুষ্ঠানে প্রদর্শন করা হয়, রোবো সকার, লাইন ফলোয়িং রোবট, অন্যান্য প্রজেক্ট শোকেশিং এন্ড প্রেজেন্টেশন। অনুষ্ঠানে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার (লুডু এবং রুবিক্স কিউব) আয়োজন করা হয়। এরপর ইইই ক্লাবের পক্ষ থেকে এলামনাই চা আড্ডার আয়োজন করা হয়।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানটি ১৫ ফেব্রুয়ারি (বুধবার) পর্যন্ত দুই দিন ব্যাপী আয়োজন করা হয়েছে। দ্বিতীয় দিনের অংশ হিসেবে রয়েছে আইটি কুইজ, অনলাইন সেমিনার, পুরস্কার বিতরণী, নবীন বরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এমএসএম / এমএসএম
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
Link Copied