হাবিপ্রবিতে ‘ইয়াস বাংলাদেশ’ কর্তৃক তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইয়াস বাংলাদেশ, হাবিপ্রবি শাখার উদ্যোগে তিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত আন্তর্জাতিক সম্মেলন আয়োজন উপলক্ষে বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসকক্ষে ইয়াস বাংলাদেশ, হাবিপ্রবি শাখা-এর উদ্যোগে “ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইয়ুথ ইন এগ্রিকালচার” সম্মেলনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত আন্তর্জাতিক সম্মেলনটি আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। তিনদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন যার নাম “ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইয়ুথ ইন এগ্রিকালচার (ICYA)”।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মেহেদী হাসান তুষার বলেন, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (IAAS) হলো বিশ্বের সবচেয়ে বড় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যা কৃষি ও কৃষি সম্পর্কিত বিভাগে ১৯৫৭ সাল থেকে সারা বিশ্বে অবদান রেখে যাচ্ছে। ২০১৭ সাল থেকে বাংলাদেশে ইয়াস সক্রিত ভূমিকা পালন করছে এবং বর্তমানে বাংলাদেশে ১২০০ এর বেশী সক্রিয় সদস্য সহ সারা দেশে ১২ টি লোকাল কমিটি রয়েছে। ইয়াস বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, ইভেন্ট, ট্রেইনিং সেশন আয়োজন করে এবং কৃষি সম্পর্কিত কোম্পানি এবং সংস্থাগুলিতে এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং ইন্টার্নশিপ প্রদান করে, বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে সুযোগ প্রদান করে।
ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইয়ুথ ইন এগ্রিকালচার কনফারেন্স (ICYA) বিশ্বব্যাপি অন্যতম প্রসিদ্ধ সম্মেলন | এই অনুষ্ঠানটি প্রতি বছর একটি নতুন থিম নিয়ে অনুষ্ঠিত হয়। এই বছরের থিম হল "Smart Farming through Youth Leadership: Possibilities, Opportunities and Beyond"।
Smart Farming হলো কৃষিক্ষেত্রের একটি আধুনিক পদ্ধতি যার মাধ্যমে কম পরিশ্রমে চাষ করা যায় এবং ভাল ফলন পাওয়া যায়। এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবে দেশ এবং দেশের বাহিরের প্রায় বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ২০০ শিক্ষার্থী ও প্রতিনিধি।
এছাড়াও তিনি আরও জানান, স্পিকার হিসেবে অংশগ্রহণ করছে বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞানীরা এবং দেশ এবং বিদেশের নামকরা ইউথ আইকন রা।
“ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইয়ুথ ইন এগ্রিকালচার” এই মহা আয়োজনকে ঘিরে থাকছে পার্টিসিপ্যান্ট সার্টিফিকেট প্রদান, বিভিন্ন ডেলিগেট এ্যাওয়ার্ড প্রদান, কালচারাল সিরিমনি, কম্পিটিশন, প্যানেল ডিসকাশন, গ্রান্ড ডিনার, সারপ্রাইজিং ইভেন্টসহ আরও নানা চমক।
ইয়াস বাংলাদেশ, হাবিপ্রবি শাখা কর্তৃক আয়োজিত এই সম্মেলনে স্মার্ট ফার্মিং সম্পর্কে যুবকরা একটি উপকারী জ্ঞান অর্জনের জন্য অংশগ্রহণ করতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে তরুণরা স্মার্ট ফার্মিংয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে। তাই তরুণদের সহজেই প্রভাবিত করার এবং নতুন কিছু শেখানোর উদ্দেশ্যে এই প্রোগ্রাম এর আয়োজন।
এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন
Link Copied