হামলায় জড়িত সেই শিপনকে অতিথি করায় ক্ষুদ্ধ শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক যুগপূর্তি ও নবীন বরণ অনুষ্ঠানে বরিশাল নগরীর-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক কাওসার হোসেন শিপন কে অতিথি করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার (২২শে ফেব্রুয়ারী) অনুষ্ঠানের প্রথম সারিতে কাওছার হোসেন শিপন এর বসে থাকা অবস্থায় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের দানা বাঁধে।
এ নিয়ে কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়,রুপাতলি হাউজিং এলাকায় মধ্যরাতে ঘুমন্ত শিক্ষার্থীদের ওপর হামলায় শিপন ওতোপ্রতভাবে জড়িত ছিলো৷তিনি শিক্ষার্থীদের রক্ত জড়িয়েছে। তাকে বিশ্ববিদ্যালয়ের এমন একটি অনুষ্ঠানে অতিথি করার বিষয়টি শিক্ষার্থীদের ক্ষুদ্ধ করে তুলেছে। অনেকেই বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের শামীম আহসান নামের এক শিক্ষার্থী বলেন,'র কালো রাত্রির খল নায়ক কে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ করায় উপাচার্যের কারণ দর্শানো উচিত। আমার প্রাণের বিশ্ববিদ্যালয় কে ভাবমূর্তি শূন্য করে তলানিতে নামিয়ে দিয়েছে এই অযোগ্য উপাচার্য।
নাম প্রকাশে অনিইচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন,আমার ভাইদের রক্তের দাম কি এতোই সস্তা? যে ব্যক্তির নেতৃত্বে আমার ভাইদের উপর কাল রাত নেমে এসেছিল সে আজ আমাদের ক্যাম্পাসে অতিথি হয় কেমন করে?যে ব্যক্তির ইশারায় সেদিন বরিশাল অঞ্চলের র্যাব,পুলিশ ৪৫ মিনিট ধরে ফোন রিসিভ করে নি সে কেনই বা আজ আমাদের ক্যাম্পাসে? বিশ্ববিদ্যালয় প্রশাসন পারবে এর সঠিক জবাব দিতে?
বিষয়টি নিয়ে একাধিকবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম ও উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ করেনি ৷
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারী (মঙ্গলবার) ২০২০ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর মধ্যরাতে তিন আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলা হয়েছে বলে দাবি করেছে শিক্ষার্থীরা। তাদের মতে, হামলায় নেতৃত্ব দেন বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক কাওছার হোসেন শিপন, বরিশাল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম মানিক এবং তেল মামুন নামের একজনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও অর্ধশতাধিক ‘সন্ত্রাসী বাহিনী’।
ওই দিন রাতে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকায় বিভিন্ন মেসে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।
এমএসএম / এমএসএম

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি
Link Copied