ঢাকা শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

যুবদের জন্য হাবিপ্রবিতে কৃষি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ২৩-২-২০২৩ দুপুর ৩:৪৫
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে যুবদের নিয়ে তিন দিন ব্যাপী কৃষি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন যা ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইয়ুথ ইন এগ্রিকালচার ২০২৩ (আইসিওয়াইএ) নামে পরিচিত। হাবিপ্রবিতে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (ইয়াস) বাংলাদেশ, হাবিপ্রবি শাখা।
 
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি)  সকাল ৯ টা থেকে প্রবেশ এবং আইডি কার্ড বিতরনের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ অনুষ্ঠানটির শুভ সূচনা হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক  ড. এম. কামরুজ্জামান,  বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউরোপের নেক্সটজেন এগ্রিকালচারাল লীডারস এর সিনিয়র ম্যানেজার নেলে হারম্যান ভ্যালেন্ট, ইয়াস ট্রেইনিং কমিটির জুনিয়র ট্রেইনার ভারতের বসন্ত পান্ডে, ইয়াস এশিয়া পেসিফিকের রিজিওনাল ডিরেক্টর নেপালের রাবি রাউত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াস বাংলাদেশ হাবিপ্রবির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক  অধ্যাপক ড. ইমরান পারভেজ। এছাড়াও এই সম্মেলনে অংশ নেয় দেশ বিদেশের প্রায় ২০০ জন শিক্ষার্থী।
 
উক্ত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াস ট্রেইনিং কমিটির জুনিয়র ট্রেইনার ভারতের বসন্ত পান্ডে বলেন, “তারুণ্যের শক্তি ও জ্ঞান আছে। এই শক্তি ও জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগালে তারা বিশ্ব ও কৃষিক্ষেত্রে একটি বড় মাইলফলক অর্জন করতে পারে”।
 
নেক্সটজেন এর সিনিয়র ম্যানেজার নেলে হারম্যান ভ্যালেন্ট তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “তরুণরা কৃষিতে একটি বড় ভূমিকা পালন করতে পারে। কৃষি সর্বত্রই খুবই গুরুত্বপূর্ণ। কৃষি ব্যবস্থায় নতুন সমাধান নিয়ে আমাদের আলোচনা করা দরকার”।
 
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান ইয়াস বাংলাদেশ হাবিপ্রবি শাখাকে অভিনন্দন জানিয়ে বলেন, “এই সম্মেলনের মাধ্যমে যুবসমাজ কৃষির উন্নয়নে তাদের সর্বোচ্চ কাজ করতে উদ্বুদ্ধ হতে পারে। সম্মেলনটি  কৃষির উন্নয়নে কিছু বড় অবদান রাখবে বলে আশা করছি”।
 
হাবিপ্রবিতে এতবড় আয়োজনের ব্যাপারে ইয়াস বাংলাদেশ হাবিপ্রবির সভাপতি মেহেদী হাসান তুষার বলেন,  “প্রথমেই আমাদের বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য সেই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও ধন্যবাদ আমাদের এই আয়োজনে সার্বিক সহযোগিতা করার জন্য। আশা করছি এই সম্মেলন থেকে যুবকরা একটি উপকারী জ্ঞান অর্জন করবে এবং দেশে তরুণরা স্মার্ট ফার্মিংয়ের প্রতি আকৃষ্ট হবে”।
 
আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান তিনদিন ব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে কৃষি কাজে প্রযুক্তির ব্যবহার, নতুন প্রজন্মের আধুনিক কৃষি, খাদ্য নিরাপত্তা সহ বিভিন্ন সমসাময়িক পরিবেশ ও কৃষি প্রযুক্তির মেলবন্ধনে যুবদের সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞানী, দেশ এবং বিদেশের নামকরা ইউথ আইকনরা।
 
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (ইয়াস) হল বিশ্বের সবচেয়ে বড় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যা কৃষি ও কৃষি সম্পর্কিত বিভাগে ১৯৫৭ সাল থেকে সারা বিশ্বে অবদান রেখে যাচ্ছে। ২০১৭ সাল থেকে বাংলাদেশে ইয়াস সক্রিয় ভূমিকা পালন করছে এবং বর্তমানে বাংলাদেশে ১২০০ এর বেশী সক্রিয় সদস্য সহ সারা দেশে ১২ টি লোকাল কমিটি রয়েছে। ইয়াস  বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, ইভেন্ট, ট্রেইনিং সেশন অয়োজন করে এবং কৃষি সম্পর্কিত কোম্পানি এবং সংস্থাগুলিতে এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং ইন্টার্নশিপ প্রদান করে, বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে সুযোগ প্রদান করে।

এমএসএম / এমএসএম

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি