ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ২৭-২-২০২৩ বিকাল ৫:৫১
‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট স্ট্যাটিসটিক্যাল সিস্টেম’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩’ পালিত হয়েছে। পরিসংখ্যান দিবসকে কেন্দ্র করে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় র‌্যালি বের করে হাবিপ্রবির পরিসংখ্যান বিভাগ। এসময় র‌্যালিটি হাবিপ্রবি’র ড. এম. এ. ওয়াজেদ  ভবন থেকে শুরু করে বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এর সামনে গিয়ে শেষ হয়।
 
পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে অনলাইন ও অফলাইনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ তে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে পরিসংখ্যান বিভাগ এবং সকাল ১১ টা ৪০ মিনিটে পোস্টার প্রেজেন্টেশন হয়। এরপর হাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের ল্যাব এবং বিগত কার্যক্রমের উপর একটি প্রামাণ্যচিত্র প্রকাশিত হয়। 
 
এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন হাবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ সাইফুর রহমান, সহযোগী অধ্যাপক ড. রাজিব দে এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন কমিটির সমন্বয়ক ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জিয়াউল হাসান। 
 
এছাড়াও ভার্চুয়াল টেকনিক্যাল সেশনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার।
 
টেকনিক্যাল সেশনে ২ টা ১৫ মিনিটে শুরু হয় কুইজ প্রতিযোগিতা উক্ত কুইজ প্রতিযোগিতায় প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরপর দুপুর ২ টা ৪৫ মিনিটে কোডিং প্রতিযোগিতা, দুপুর ৩ টার সময় কবিতা আবৃত্তি, ৩ টা ৩০ মিনিটে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট স্ট্যাটিসটিক্যাল সিস্টেমের  উপর পাবলিক স্পিকিং অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 
 
উক্ত অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, “দেশের উন্নয়নয়ের ক্ষেত্রে পরিসংখ্যানিক তথ্য উপাত্ত অপরিসীম। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পরিসংখ্যান ব্যুরোকে একটি ভালো  অবস্থানে রূপ দিয়েছিলেন যা বর্তমানে একটি স্মার্ট ব্যাবস্থাপনার মাধ্যমে কাজ করছে”।
 
এদিকে সভাপতির বক্তব্যে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জিয়াউল হাসান বলেন, “এসডিজির  ১৭ টি  লক্ষ্যমাত্রার মধ্যে ষোলটিতেই পরিসংখ্যানের মডেল ব্যবহার করা হয়েছে। দিন দিন পরিসংখ্যানের গুরুত্ব বেড়েই চলছে। বৃহৎ পরিসরে এবারে ২য় বারের মতো হাবিপ্রবিতে আমরা পরিসংখ্যান দিবস আয়োজন করেছি, যাতে করে শিক্ষার্থীদের মাঝে পরিসংখ্যানের গুরুত্ব আরো ব্যাপকভাবে ছড়িয়ে পরে। হাবিপ্রবি প্রশাসনসহ পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও  শিক্ষার্থীদের সহায়তার কারণে আমরা  সুন্দরভাবে জাতীয় এ দিবসটি আয়োজন করতে পেরেছি। তাই অনুষ্ঠানটি স্বার্থক করতে যারা নিরলসভাবে কাজ করেছে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি”।
 
উল্লেখ্য যে, অনলাইনে যুক্ত আলোচকবৃন্দ পরিসংখ্যানের তথ্যের বর্তমান ব্যবহার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি  ডাটা সাইন্স, মেসিং লার্নিং এর বিভিন্ন দিক ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। 

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন