ঢাকা শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

হাবিপ্রবি মজার ইস্কুলে ‘প্রচেষ্টা’র কুইজ প্রতিযোগিতার আয়োজন


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ৩-৩-২০২৩ দুপুর ১১:২৮
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু বাস্তবতায় কোন না কোন ভাবে কিছু শিশু অবহেলিত ও বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত। এই অবহেলিত ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  (হাবিপ্রবি) শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ইস্কুল হল “HSTU মজার ইস্কুল” যেখানে প্রায় ১০০ জন শিশু নিয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।  “প্রচেষ্টা- Prochesta” ও “HSTU মজার ইস্কুল’ এর শিক্ষার্থীদের যৌথ আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২রা মার্চ) বিকাল সাড়ে ৪ টায় হাবিপ্রবি মজার ইস্কুলে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা শহীদদের সম্পর্কে জানানো। 
 
উক্ত কুইজ প্রতিযোগিতায় মজার ইস্কুলের প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত  প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে তিন ক্যাটাগরিতে মোট নয়জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয় এবং সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা মূলক পুরস্কার প্রদান করা হয়। 
 
আজকের এই কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রচেষ্টার সভাপতি ধনঞ্জয় মালী, সহ-সভাপতি মো.মনিরুল, সমন্বয়ক ও কোষাধ্যক্ষ মোঃ মোরশেদুল হক, সাধারণ সম্পাদক মো: নাজমুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক ছত্র মোহনসহ আরও উপস্থিত ছিলেন প্রচেষ্টার স্বেচ্ছাসেবকগণ। 
 
প্রচেষ্টার সভাপতি ধনঞ্জয় মালী কুইজ প্রতিযোগিতার আয়োজনের বিষয়ে বলেন, "সুবিধাবঞ্চিত ও স্বপ্নদর্শী শিশুরা একদিন সমাজের অন্য সব শিশুর মতো করে পৃথিবীটাকে দেখবে। শিক্ষিত হয়ে তারা নিজেদের অবস্থানের পরিবর্তন করবে। ‘প্রচেষ্টা’ সবসময় সমাজে পিছিয়ে পড়া মানুষদের সহায়তা করে থাকে। আজকে এই কুইজ প্রতিযোগিতায় মজার ইস্কুলের শিক্ষার্থীদের সাথে সময় কাটাতে পেরে খুবই ভালো লাগছে যদিও খুবই অল্প পরিসরে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি তারপরেও পরবর্তীতে চেষ্টা করব আরও বড় পরিসরে মজার ইস্কুলের সাথে নতুন কোন কাজ করার"।
 
সমাপনী বক্তব্যে প্রচেষ্টার সমন্বয়ক ও কোষাধ্যক্ষ মোরশেদুল বলেন, “আমরা করোনাকালীন সময় থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে সামাজিক কাজ করে যাচ্ছি। আমাদের এ চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের ইভেন্টগুলো আপনারা যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন প্রচেষ্টা পরিবারের পক্ষ থেকে তাদের জানাই অনেক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। পরিশেষে বলতে চাই এভাবেই প্রচেষ্টা বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত অবহেলিত মানুষের  সহায়তায় সব সময় কাজ করে যাবে ইনশাআল্লাহ"।

এমএসএম / এমএসএম

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি