পূর্ব বিরোধের জেরে শেকৃবিতে সিনিয়র-জুনিয়র মারামারি- আহত ৩
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। বার (১৪ মার্চ) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজুদ্দৌলা হলের সামনে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এসময় ইয়াসীর আরাফাত, মোজাম্মেল হক মৃধা (নোবেল) ও মুশফিক নামের তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে বলে জানা যায়
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব বিরোধিতার জেরে ইয়াসীর আরাফাত কে খারাপ ভাষায় ম্যাসেজ করে আব্দুল্লাহ আল জুবায়ের রবিউল। এতে ক্ষিপ্ত হয়ে ইয়াসীর আরাফাত কয়েকজন বন্ধু ও বহিরাগত সহযোগে রবিউলকে মারধর করে। পরবর্তিতে রবিউল তার বঙ্গের বন্ধু ও সিনিয়দের জানালে তারা ইয়াসীর আরাফাত কে মারধর করে। এসময় প্রক্টর স্যার সহ কয়েকজন স্যার এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরবর্তিতে স্যাররা মীমাংসার চেষ্টা করার সময় পুনরায় নোবেল ও মুশফিক কে মারধর করে রবিউল এর বঙ্গীয় সহযোগিরা।
এ বিষয়ে আব্দুল্লাহ আল জুবায়ের রবিউল বলেন, আমি মানসিক, শারিরীক ভাবে অসুস্থ। তার উপর তোফায়েল সহ এরা আমাকে দেখলেই ব্যাঙ্গাত্মক আচরণ করে। আমি ওদের নিষেধ করি, পাশাপাশি শিক্ষকদেরও স্মরণাপন্ন হই। ওদের দেয়া মানসিক প্রেসার এ আজ আমার পরীক্ষা খারাপ হলে আমি রাগের মাথায় ইয়াসীর কে কিছু ম্যাসেজ দিই। এতে ও আমাকে পুরান ঢাকা থেকে মানুষ ডেকে এনে মারধর করে।
অপরদিকে আহত ইয়াসীর আরাফাত বলেন, রবিউল ১৭ ব্যাচের হলেও আমাদের সাথে ক্লাস করে। কিন্তু আমার সাথে গত এক বছরে কোনো কথা হয়না। সে তার মতো ক্লাস করে আমি আমার মতো। কিন্তু আকস্মিক আজ দুপুরে আমাকে ফোন দেয় কিন্তু ফোন রিসিভ না করায় ফোনে বাজে ভাষায় মেসেজ করে।পরে ক্যাম্পাসের চাতালে আমার সঙ্গে দেখা হলে কথা বিনিময় হয়। সে তার জীবন ধ্বংসের জন্য আমি দায়ী এমন কথা বলে, যার কারণ আমি জানি না। সে সময় আমি একা ছিলাম। এতে তাদের ৬০-৭০ জন তাদের ছেলে মিলে আমাকে ধাওয়া দেয় এবং আহসান সহ অনেকেই আমাকে মারধর করে। আমাকে মারধর এর কারণ আমি জানি না। তবে আমার সাথে কথা বলার সময় রবিউল মাদকাসক্ত বলে মনে হয়েছিলো আমার।
এসময় আহত নোবেল জানায়, আমি মারামারি সম্পর্কে সঠিক ভাবে অবগত ছিলাম না। আমি নবাব চত্ত্বর দিয়ে হেটে আসার সময় এ অবস্থা দেখি। তখন উত্তরবঙ্গের আহসান আমাকে বাশ দিয়ে আঘাত করে। প্রথমে পায়ে, পরে হাতে ও পরে অমানবিক ভাবে মাথায় আঘাত করে।আমার ৪ ট সেলাই লেগেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে শেকৃবি প্রক্টর অধ্যাপক হারুন অর রশীদ বলেন, 'শোনা মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। আগামীকাল দুই পক্ষের স্টেটমেন্ট নিয়ে পরবর্তীতে তদন্ত অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।'
এমএসএম / এমএসএম
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতির ওপর ছাত্রদলের হামলা
বুয়েটের ধর্ষক শ্রীশান্ত রায়ের বিচারের দাবিতে জাবিতে মানববন্ধন
সব লোকে কয় কী জাত সংসারে: গবিতে লালনের স্মরণোৎসব
বিশ্ব ডিম দিবসে বাকৃবিতে ১০ হাজার ডিম বিতরণ
আলোর মেলা গণ বিশ্ববিদ্যালয়ে: দীপাবলির রাতে প্রদীপের গল্প
২৫ সেপ্টেম্বর থেকে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা-মাহির
জবি ছাত্রদল নেতা খুনে ক্ষোভ, বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও দুই দিনের শোক ঘোষণা
অগ্নি দুর্ঘটনা: শিক্ষক-কর্মচারীদের সতর্ক থাকতে বলল মাউশি
বর্ষা মাহিরের প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জোবায়েদ
জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক
'ফিজিক্যালি চ্যালেঞ্জড' শিক্ষার্থীদের বৃত্তি ও উপহার সামগ্রী দিল জবি শিবির
মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা