ঢাকা বৃহষ্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

পূর্ব বিরোধের জেরে শেকৃবিতে সিনিয়র-জুনিয়র মারামারি- আহত ৩


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১৫-৩-২০২৩ দুপুর ১১:৪২

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। বার (১৪ মার্চ) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজুদ্দৌলা হলের সামনে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এসময় ইয়াসীর আরাফাত, মোজাম্মেল হক মৃধা (নোবেল) ও মুশফিক নামের তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে বলে জানা যায়

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব বিরোধিতার জেরে ইয়াসীর আরাফাত কে খারাপ ভাষায় ম্যাসেজ করে আব্দুল্লাহ আল জুবায়ের রবিউল। এতে ক্ষিপ্ত হয়ে ইয়াসীর আরাফাত কয়েকজন বন্ধু ও বহিরাগত সহযোগে রবিউলকে মারধর করে। পরবর্তিতে রবিউল তার বঙ্গের বন্ধু ও সিনিয়দের জানালে তারা ইয়াসীর আরাফাত কে মারধর করে। এসময় প্রক্টর স্যার সহ কয়েকজন স্যার এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরবর্তিতে স্যাররা মীমাংসার চেষ্টা করার সময় পুনরায় নোবেল ও মুশফিক কে মারধর করে রবিউল এর বঙ্গীয় সহযোগিরা।

এ বিষয়ে আব্দুল্লাহ আল জুবায়ের রবিউল বলেন, আমি মানসিক, শারিরীক ভাবে অসুস্থ। তার উপর তোফায়েল সহ এরা আমাকে দেখলেই ব্যাঙ্গাত্মক আচরণ করে। আমি ওদের নিষেধ করি, পাশাপাশি শিক্ষকদেরও স্মরণাপন্ন হই। ওদের দেয়া মানসিক প্রেসার এ আজ আমার পরীক্ষা খারাপ হলে আমি রাগের মাথায় ইয়াসীর কে কিছু ম্যাসেজ দিই। এতে ও আমাকে পুরান ঢাকা থেকে মানুষ ডেকে এনে মারধর করে।

অপরদিকে আহত ইয়াসীর আরাফাত বলেন, রবিউল ১৭ ব্যাচের হলেও আমাদের সাথে ক্লাস করে। কিন্তু আমার সাথে গত এক বছরে কোনো কথা হয়না। সে তার মতো ক্লাস করে আমি আমার মতো। কিন্তু আকস্মিক আজ দুপুরে আমাকে ফোন দেয় কিন্তু ফোন রিসিভ না করায় ফোনে বাজে ভাষায় মেসেজ করে।পরে ক্যাম্পাসের চাতালে আমার সঙ্গে দেখা হলে কথা বিনিময় হয়। সে তার জীবন ধ্বংসের জন্য আমি দায়ী এমন কথা বলে, যার কারণ আমি জানি না। সে সময় আমি একা ছিলাম। এতে তাদের ৬০-৭০ জন তাদের ছেলে মিলে আমাকে ধাওয়া দেয় এবং আহসান সহ অনেকেই আমাকে মারধর করে। আমাকে মারধর এর কারণ আমি জানি না। তবে আমার সাথে কথা বলার সময় রবিউল মাদকাসক্ত বলে মনে হয়েছিলো আমার।  

এসময় আহত নোবেল জানায়, আমি মারামারি সম্পর্কে সঠিক ভাবে অবগত ছিলাম না। আমি নবাব চত্ত্বর দিয়ে হেটে আসার সময় এ অবস্থা দেখি। তখন উত্তরবঙ্গের আহসান আমাকে বাশ দিয়ে আঘাত করে। প্রথমে পায়ে, পরে হাতে ও পরে অমানবিক ভাবে মাথায় আঘাত করে।আমার ৪ ট সেলাই লেগেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।  

এ বিষয়ে শেকৃবি প্রক্টর অধ্যাপক হারুন অর রশীদ বলেন, 'শোনা মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আহতদের  চিকিৎসার ব্যবস্থা করেছি। আগামীকাল দুই পক্ষের স্টেটমেন্ট নিয়ে পরবর্তীতে তদন্ত অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।'

এমএসএম / এমএসএম

হিজাব শুধু অধিকার নয়, এটি সভ্যতার উপাদানও বটে: উপাচার্য কামরুল আহসান

বাকৃবিতে বৃহত্তর খুলনা সমিতির সভাপতি ড. ইলিয়াস, সম্পাদক কাইয়ুম

জাবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত প্রশাসনের

পোষ্য কোটা বাতিলের দাবিতে ফের উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবিতে হিজাব দিবসের র‍্যালি ও সিম্পোজিয়াম আগামীকাল

গবিতে প্রথমবার সরস্বতী পূজা: আশীর্বাদ প্রার্থনা শিক্ষার্থীদের

সাশ্রয়ী পদ্ধতিতে আলু চাষ- কমবে খরচ, বাড়বে উৎপাদন

নারী পুরোহিত করলেন সরস্বতী পূজা

রাবি হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান 'টিম ঝালমুড়ি'

ইবিতে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষক আহত, আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা

বাঁশ দিয়ে তিতুমীরের সামনের রাস্তা আটকে দিলেন শিক্ষার্থীরা

রাবিতে ৮ম 'আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা' শুরু

তৃতীয় দিনে গড়িয়েছে অনশন, দাবি পূরণে বিকেল ৪টা পর্যন্ত আল্টিমেটাম