ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

শেকৃবি শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টার নেপথ্যে যা জানা গেল


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ২৪-৩-২০২৩ রাত ৮:১১

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আবাসিক হলের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মারিয়া নামে এক শিক্ষার্থী। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজে one stop emergency center এ গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯ টা ১০ মিনিটে শেকৃবির কৃষকরত্ন শেখ হাসিনা হলের ১০ তলার ছাদ থেকে লাফিয়ে পড়েন ওই শিক্ষার্থী।

ঘটনার ৩৬ ঘন্টা অতিবাহিত হলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মারিয়ার চিকিৎসার জন্য কোনো আর্থিক সহযোগিতা করা হয় নি। শুধুমাত্র হল কর্তৃপক্ষের পক্ষ থেকে মারিয়ার চিকিৎসার জন্য ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। প্রশাসনের এমন উদাসীনতায় ছাত্রদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিরাজ করছে।

মারিয়ার সহপাঠিরা জানান, মারিয়া বেশকিছু দিন থেকে হতাশায় ভুগছিল। ওর বেশ কয়েকটা সিটি পরীক্ষা ডিউ ছিল। যেগুলো নিতে স্যাররা অস্বীকৃতি জানায়। এছাড়া অসুস্থতার কারণে ক্লাস করতে পারেনি। ফলে পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটেন্ডেন্স এবং পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের জন্য আন্দোলন করে। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের শেকৃবি প্রক্টর ড. হারুন অর রশিদ বলেন, "এটেন্ডেন্স সম্পর্কিত কিছু না, বরং তার মানসিক অবস্থা ১ম বর্ষ থেকে খারাপ, যার জন্য তার ট্রিটমেন্ট চলছিলো। মাঝে মাঝে ওষুধ খাওয়া মিস করে। গতকাল বাসা থেকে এসেছে, বাসায় মোবাইলও রেখে আসছিলো।"

পরবর্তীতে মারিয়ার মানসিক ট্রিটমেন্ট চলতেছিল এমন তথ্য কোথায় পেয়েছেন জানতে চাইলে প্রক্টর ড. হারুন বলেন, "মেয়ের দুলাভাইয়ের থেকে আমি এ কথা শুনেছি।" মেয়ের দুলাভাইকে সাংবাদিকরা এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি ঘটনাটি অস্বীকার করে বলেন, " এ ধরনের কোনো কথা হয় নি। মারিয়া দীর্ঘদিন পেটের পীড়া ও জ্বরে আক্রান্ত মিক্সছিল তবে তার কখনো কোনো মানসিক অসুস্থতা ছিল না।"

মারিয়ার মা মারিয়ার মানসিক অসুস্থতার কথা অস্বীকার করে বলেন, "আমার মেয়ে কখনো মানসিকভাবে অসুস্থ ছিল না। ও দীর্ঘদিন শারীরিক ভাবে অসুস্থ ছিল। এর আগের সেমিস্টারে ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়ে আমার মেয়ে অসুস্থ হয়ে পপুলার হাসপাতালে ভর্তি ছিল। তখন আমি ওর ডিন স্যারের সাথে দেখা করতে চাইলে উনি আমাকে বাসায় যেতে দেন নি। উনি বাসার নীচেই টেলিফোনে আমাকে বলেন আপনার মেয়ে অসুস্থ থাকলে পরে এক্সাম দেবে। প্রয়োজন হলে সে পরের ব্যাচের সাথে পরীক্ষা দেবে। এখানে আমার করার কিছুই নেই।"

কৃষি অনুষদের ডিন ড. পরিমল কান্তি বিশ্বাসকে মারিয়ার একাডেমিক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "ওই শিক্ষার্থী যে সেমিস্টারে আছে সেই সেমিস্টারের ক্লাস এখনো শেষ হয় নি। তার আগের সেমিস্টারেও তার কোনো মেকআপ পরীক্ষা নেই। তার মা কেন দুইদিন আগে হলে এসেছিল সেটা তার মাকে জিজ্ঞাসা করো। মায়ের সাথে তার ফ্যামিলিগত কি সমস্যা হয়েছে সেটা জিজ্ঞেস করো। সে কেন কতদিন আগে মেন্টালে ছিল সে খবরও পেয়েছি। বিভিন্ন কারনে দুই দিন পরপরই সে হাসপাতালে ভর্তি হয়। এগুলোর খবর নাও, এগুলা প্রকাশ করো।" মারিয়া কোন মেন্টালে ভর্তি হয়েছিল এমন প্রশ্ন জিজ্ঞাসা করলে তিনি উত্তেজিত হয়ে বক্তব্য পরিবর্তন করে বলেন, "মেন্টাল বলি নি হসপিটাল বলেছি। তুমি এক কথাতেই যন্ত্রণা শুরু করেছ।"

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ের এক্সাম সিস্টেম খুবই বাজে। মারিয়া দীর্ঘদিন অসুস্থতার সাথে লড়াই করেও নিজের লেখাপড়া চালিয়ে যাচ্ছিলো। কিন্তু প্রশাসন ও কিছু শিক্ষার্থী এখন তাকে মানসিক রোগী প্রমাণ করতে চাচ্ছে। এসব করে তারা দায় এড়াতে পারেন না। প্রশাসনের উচিত মারিয়ার চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করা এবং এক্সাম পদ্ধতির পরিবর্তন করা।"

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মারিয়ার চিকিৎসার খরচ বহন করা হচ্ছে কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ড. ফরহাদ হোসেন বলেন, "ঢাকা মেডিকেল সরকারি মেডিকেল ওখানে যা খরচ তা তার পরিবার থেকেই করা হচ্ছে। প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় করবে। এখনো ওরকম কোনো বড় খরচের প্রয়োজন হয় নি।"

এমএসএম / এমএসএম

ইবিতে ইকসু গঠনতন্ত্র প্রণয়নে ১১ সদস্যের কমিটি গঠন

প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ