ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

জনগণের স্বাস্থ্য সেবায় অঙ্গীকারবদ্ধ শিন-শিন জাপান হাসপাতাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৩-২০২৩ দুপুর ১২:৩৪

রাজধানী  ঢাকার আধুনিক উত্তরায়  ১৭ গরীব-ই-নেওয়াজ এভিনিউ, সেক্টর ১১, উত্তরা, ঢাকা।অবস্থিত। শিন-শিন জাপান হাসপাতাল জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 2008 সাল থেকে 15 বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু উত্তরা নয় এরই মধ্যে দেশের একটি বিশেষায়িত হাসপাতালে পরিণত হয়েছে। কম খরচে উন্নত প্রযুক্তি, দক্ষ ব্যবস্থাপনা এবং অত্যাধুনিক সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে উত্তরার এই হাসপাতালটি এগিয়ে যাচ্ছে।

শিন-শিন জাপান হাসপাতালের মহাব্যবস্থাপক   মোঃ শরিফুল ইসলাম দৈনিক সকালের  সময়কে বলেন আমাদের এখানে রয়েছে মনোমুগ্ধকর ডিজাইন ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সুপার ডিলাক্স কেবিন। এখানে আছে টেলিভিশন, রেফ্রিজারেটর, সোফা, আলমারি, এয়ারকন্ডিশন, এটাচ বাথ, সেন্ট্রাল অক্সিজেন, ওয়াই-ফাই কানেকশন, ডাইনিং টেবিল এবং রোগীর সাথে দর্শণার্থীর প্রয়োজনে অফিসিয়াল কার্যক্রম পরিচালনার জন্য অফিস ডেস্ক এর সুব্যবস্থা।

সেই সাথে সৌখিন অথচ মধ্যবিত্ত রোগীদের চিকিৎসা খরচের কথা বিবেচনা করে শিন-শিন জাপান হাসপাতাল তৈরী করেছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ডিলাক্স কেবিন। এই কেবিনের বৈশিষ্ট্য হলঃ প্রশস্তরুম, ডাবলবেড, সোফা, আলমারি, টেলিভিশন, রেফ্রিজারেটর, মাইক্রোওভেন, এয়ারকন্ডিশন এবং এটাচ বাথ এর সুব্যবস্থা। 

তিনি আরও বলেন  শিন-শিন জাপান হাসপাতাল বহির্বিভাগ - এর বিশেষজ্ঞ ডাক্তারগণ উচ্চমানের সেবা দিয়ে রোগীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করে থাকেন। হাসপাতালের বহির্বিভাগের সেবা সমূহের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলঃ মেডিসিন, অ্যাজমা ও বক্ষব্যাধি, ইউরোলজি, নিউরোলজি, শিশু ও গাইনী, গ্যাস্ট্রোএন্টেরোলজি, অর্থোপেডিক, নাক,কান ও গলা, ক্যান্সার সার্জারী, জেনারেল সার্জারী, কার্ডিওলজি, এবং ডায়াবেটোলজিস্ট। 

অভিজ্ঞ ডাক্তাররা তাদের সুপরামর্শ এবং সুচিকিৎসা দ্বারা রোগীদের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপন করেন। এছাড়া, সকল ধরনের স্বাস্থ্য পরীক্ষা সর্বাধুনিক প্রযুক্তিতে জাপানিজ তত্ত্বাবধায়নে নিজস্ব ল্যাবরেটরিতে করা হয়। 

হাসপাতালের মহাব্যবস্থাপক   মোঃ শরিফুল ইসলাম বলেন আমাদের হাসপাতালে  রয়েছে আধুনিক ও গুণগত মানসম্পন্ন ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (আই সি ইউ)। আমাদের আই সি ইউ তে-  দেশে-বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার ও নার্সগণ ২৪ ঘন্টা স্বাস্থ্যসেবা প্রদান করেন। জটিল রোগীদের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারগণ মেডিকেল বোর্ড গঠন করে সিদ্ধান্ত গ্রহণ করেন। আধুনিক প্রযুক্তিসম্মত প্রয়োজনীয় ভেন্টিলেটর (লাইফ সাপোর্ট মেশিন), কার্ডিয়াক মনিটর, পালস অক্সিমিটার, হাই ফ্লো নেজাল  ক্যানোলা, বাই-পাপ মেশিন, সি-পাপ মেশিন, সিরিঞ্জ পাম্প,  ইনফিউশন পাম্প, ই সি জি মেশিন, পোর্টেবল এক্স-রে, আলট্রাসাউন্ড, ইকো মেশিন, ব্লাড গ্যাস মেশিন, এবং হার্ট ডিফিব্রিলেটর মেশিনসহ আধুনিক সকল প্রকার সরঞ্জামাদি এবং 
রোগীর চিকিৎসা দ্রুত ও সহজ করণে আমাদের আছে মেডিসিন কর্ণার। রোগীর সেবায় ২৪ ঘন্টা আমাদের মেডিসিন কর্ণার খোলা থাকে। এখানে শতভাগ কোয়ালিটি সম্পন্ন ও সুলভ মূল্যে দেশী এবং বিদেশী ঔষধ পাওয়া যায় মহাব্যবস্থাপক আরো বলেন   শিন-শিন জাপান হাসপাতাল জনগণে সেবাই  অঙ্গীকারবদ্ধ। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যখাতে ‘দুর্নীতির হোতা’ মিঠু গ্রেপ্তার

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁইছুঁই

সংখ্যা নিয়ে বিভ্রান্তি, নতুন ব্যাখ্যায় নিহত ৩৪

বিএসএমএমইউয়ে নতুন নামের ব্যানার, বাদ বঙ্গবন্ধু শেখ মুজিব

মেডিকেলে থাকছে মুক্তিযোদ্ধা কোটা, যাচাই-বাছাই ২৯ জানুয়ারি পর্যন্ত

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭ রোগী

ডেঙ্গুতে ঢাকায় কর্মক্ষম মানুষের মৃত্যু বেশি

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৮

বেসরকারি মেডিকেল শিক্ষায় অশনি সংকেত অটোমেশন; ক্ষুব্ধ অভিভাবকরা

ইডেন মাল্টি কেয়ার হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ

ক্যানসার রহস্যের জট খোলার নতুন ‘সূত্রের’ সন্ধান মিলেছে

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির ইসি গঠনে সাত সদস্য বিশিষ্ট সার্চ কমিটি