৫ কিলোমিটার দূর থেকেও শোনা যায় শুভশ্রীর হাসি!
টলিউডের অন্যতম পাওয়ার কাপল শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী। কিছু দিন পরই দাম্পত্য জীবনের পাঁচ বছর পূর্ণ করবেন এই তারকা জুটি। এখনো তাদের রসায়ন জমে ক্ষীর। যার আঁচ পাওয়া গেছে রাজের গত জন্মদিনেই। দুজনের ঠোঁট ঠোঁট রেখে চুমু এঁকে দেওয়ার সেই দৃশ্য ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে।
এবার সামনে এলো নায়িকার সুপ্ত প্রতিভা। রাজ কিংবা শুভশ্রী নন, নায়িকার সুপ্ত প্রতিভা প্রকাশ্যে এনেছেন এক নেটিজেন। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে শুভশ্রী অভিনীত ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। সেই সংক্রান্ত একটি প্রশ্নোত্তর পর্ব (কিউ অ্যান্ড এ) সারেন অভিনেত্রী।
সেখানেই তাকে দুটি প্রশ্ন করা হয়, প্রথমত তিনি মানুষের মধ্যে প্রথম কী দেখেন? যার উত্তরে তিনি বলেন, ‘অনুভূতি’। দ্বিতীয় প্রশ্নে তাকে জিজ্ঞেস করা হয়, তার দেখা সর্বশেষ ছবি কোনটি? উত্তরে তিনি বলেন, ‘ইন্দুবালা ভাতের হোটেল’। এরপর তিনি সবাইকে এই সিরিজ দেখার অনুরোধ করেন।
এই পর্বের শেষ প্রশ্ন হিসেবে তাকে জিজ্ঞেস করা হয় যে তার সুপ্ত প্রতিভা কী? উত্তর দেওয়ার বদলে তিনি চলে যান তার স্বামী রাজের কাছে। এবার রাজ বলেন, ‘কী সুপ্ত প্রতিভা? আমি সত্যিই জানি না।’
মজার ব্যাপার হলো, এই ভিডিও অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই একেকজন একেকরকম মন্তব্য ছুঁড়ে দিলেন। এক ব্যক্তি লেখেন, ‘তোমার সুপ্ত প্রতিভা হলো, এত জোরে হাসো, যা মানুষ পাঁচ কিলোমিটার দূর থেকেও শুনতে পায়।’ এদিন তার ত্বক নিয়েও ধেয়ে আসে নানান কটূ মন্তব্য।
জি বাংলার রিয়েলিটি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর (১২তম সিজন) বিচারকের দায়িত্ব পালন করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অঙ্কুশ হাজরার সঞ্চালনায় এতে বিচারক হিসেবে আরও আছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও মৌনি রায়। দীর্ঘ এক দশক পর মহাগুরুর আসনে ফিরেছেন মিঠুন চক্রবর্তী।
এমএসএম / এমএসএম
সুখবর দিলেন সোনম কাপুর
‘অপমানিত’ ফাতিমার মাথায়ই উঠল মিস ইউনিভার্সের মুকুট
মোয়ানার টিজারে নজর কাড়লেন ক্যাথরিন
আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?
প্রতারণার শিকার অভিনেত্রী শ্রিয়া
মিস ইউনিভার্সে জামদানিতে মিথিলা
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন রণবীর
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম
কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল
কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ কেন?
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা