শেকৃবিতে নতুন সহকারী প্রক্টর ও হল প্রভোস্ট নিয়োগ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রক্টরিয়াল বডিতে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বোটানি বিভাগের সহকারী অধ্যাপক পারভিন আক্তার বিথী এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব আবাসিক হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হন কীটতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. ছাবেরা ইয়াছমীন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাঁদেরকে এ দায়িত্ব দেয়া হয় এবং পরবর্তী নির্দেশপ্রাপ্ত না হওয়া পর্যন্ত তারা এ দায়িত্বে থাকবেন বলে উল্লেখ করা হয়।মূলত প্রক্টরিয়াল বডিতে সহকারী প্রক্টর হিসেবে থাকা সহযোগী অধ্যাপক ড. ছাবেরা ইয়াছমীনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিব আবাসিক হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং নতুন সহকারী প্রক্টর হিসেবে সহকারী অধ্যাপক পারভিন আক্তার বিথীকে তার স্থলাভিষিক্ত করা হয়।
নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী প্রক্টর পারভিন আক্তার বিথীসহ প্রক্টর অধ্যাপক মো. হারুন অর রশিদের নেতৃত্ব প্রক্টরিয়াল বডির বাকি সদস্যবৃন্দ হলেন কৃষি রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল কাইউম, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হালিম, কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুর রহমান।
এমএসএম / এমএসএম