শিক্ষক সমিতির আয়োজনে পবিপ্রবি'র গবেষকদের সম্মাননা প্রদান
শিক্ষক সমিতির আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মত গবেষনা সম্মাননা প্রদান করা হয়েছে। শিক্ষকদের উৎসাহ প্রদানের মাধ্যমে গবেষনা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে এমন কার্যক্রম হাতে নেয় শিক্ষক সমিতি।
মঙ্গলবার দুপুর ২টায় টিএসসি'র কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে গবেষনা সম্মাননা প্রদানের পাশাপাশি শিক্ষকদের মাঝে আইডি কার্ড প্রদান ও খেলাধূলায় পুরস্কার বিতরন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর এ.বি.এম মাহবুব মোর্শেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কতৃক আয়োজিত ক্রিড়া সপ্তাহ-২০২৩ এ ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যরম, দাবা, লুডো সহ বেশ কয়েকটি ইভেন্টে খেলা পরিচালিত হয়। এতে ৪৪ জন প্রতিযোগীকে বিভিন্ন ইভেন্টে কৃতিত্বের জন্য পুরষ্কার প্রদান করা হয়।
এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সমিতির পক্ষ থেকে ডিজিটাল আইডি কার্ড প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে শিক্ষক সমিতি সবসময়ই বদ্ধ পরিকর। আগামীতেও সে ধারা অব্যাহত রেখে যথাযথ ভাবে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে সেটিই প্রত্যাশা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় উচ্চতর গবেষণায় বরাবরের মতোই উৎসাহ প্রদান করে। একাডেমিক শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি গবেষনা বৃদ্ধি করলে বিশ্ববিদ্যালয়ের জন্য তা বৃহৎ অর্জন ।
অনুষ্ঠানে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক, বিভাগের চেয়ারম্যান, ডিনবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ