শিক্ষক সমিতির আয়োজনে পবিপ্রবি'র গবেষকদের সম্মাননা প্রদান

শিক্ষক সমিতির আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মত গবেষনা সম্মাননা প্রদান করা হয়েছে। শিক্ষকদের উৎসাহ প্রদানের মাধ্যমে গবেষনা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে এমন কার্যক্রম হাতে নেয় শিক্ষক সমিতি।
মঙ্গলবার দুপুর ২টায় টিএসসি'র কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে গবেষনা সম্মাননা প্রদানের পাশাপাশি শিক্ষকদের মাঝে আইডি কার্ড প্রদান ও খেলাধূলায় পুরস্কার বিতরন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর এ.বি.এম মাহবুব মোর্শেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কতৃক আয়োজিত ক্রিড়া সপ্তাহ-২০২৩ এ ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যরম, দাবা, লুডো সহ বেশ কয়েকটি ইভেন্টে খেলা পরিচালিত হয়। এতে ৪৪ জন প্রতিযোগীকে বিভিন্ন ইভেন্টে কৃতিত্বের জন্য পুরষ্কার প্রদান করা হয়।
এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সমিতির পক্ষ থেকে ডিজিটাল আইডি কার্ড প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে শিক্ষক সমিতি সবসময়ই বদ্ধ পরিকর। আগামীতেও সে ধারা অব্যাহত রেখে যথাযথ ভাবে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে সেটিই প্রত্যাশা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় উচ্চতর গবেষণায় বরাবরের মতোই উৎসাহ প্রদান করে। একাডেমিক শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি গবেষনা বৃদ্ধি করলে বিশ্ববিদ্যালয়ের জন্য তা বৃহৎ অর্জন ।
অনুষ্ঠানে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক, বিভাগের চেয়ারম্যান, ডিনবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি
