ইফতারই হয়ে উঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেলবন্ধনের সময়

বন্ধুদের সাথে আড্ডা, একসাথে ঘুরাফিরা শব্দগুলো যেনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ওতোপ্রোতভাবে জড়িত। কিন্তু রমজান মাসে সারাদিন রোজা রেখে ক্লাস, টিউশনের পর ক্লান্তিতে হয়ে উঠে না শিক্ষার্থীদের আড্ডা-ঘুরাঘুরি। কিন্তু আড্ডা-ঘুরাঘুরির আনন্দ তো বাদ দিতে পারেনা তারা। তাই তো ইফতারের সময় টা ই হয়ে উঠে তাদের সেই আড্ডার সময়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ও দিন-দিন বেড়েই চলছে ইফতারের আমেজ। বিভিন্ন ক্লাব, সংগঠন ছাড়াও ডিপার্টমেন্ট বা ব্যাচভিত্তিক ইফতার কয়েকজন বন্ধু মিলে ইফতার এসব তো চলছেই। নিজেদের ক্যাম্পাস না থাকলেও অস্থায়ী একাডেমিক ভবন-২ এর মাঠ, গোডাউন মাঠ এসব হয়ে উঠেছে তাদের একত্রিত হওয়ার প্রাণকেন্দ্র।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব তাদের গভর্নিং বডিকে নিয়ে ইফতার আয়োজন করে একাডেমিক ভবন-২ এর মাঠে। সেই সাথে ইফতার বিতরণ করে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে। চট্টগ্রাম বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতির শিক্ষার্থীরা একই মাঠে আয়োজন করে ইফতারের।বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থীরা সবাই মিলে ইফতার আয়োজন করে অস্থায়ী একাডেমিক ভবন সংলগ্ন গোডাউন মাঠে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগের শিক্ষার্থীরা সবাই একত্রিত হয়েছে গোডাউন মাঠে।
এভাবে প্রতিদিন ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হিড়িক পড়েছে ইফতারের সময় একত্রিত হওয়ার এবং নিজেদের মধ্যে গল্প-আড্ডার মধ্যে দিয়ে আনন্দ করার। বিভিন্ন জেলা ও বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতি ছাড়াও প্রতিনিয়ত ই বন্ধুদের সাথে একসাথে বসে ইফতার চলছে। আর সেই সাথে চলছে আনন্দ আড্ডার ছড়াছড়ি।
একজন শিক্ষার্থী জানায়, পরিবার ছাড়া রমজানে এখানে একা থাকছি, ইফতার করছি খারাপ লাগছে। কিন্তু বন্ধুদের সবার সাথে বসে একসাথে ইফতার করতে পারায় সে খারাপ লাগাটা অনেকটা ই কম অনুভূত হয়। সবার সাথে একসাথে গল্প-আড্ডায় অনেক আনন্দ ও লাগে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস না থাকায় ক্লাসের বাইরে শিক্ষার্থীদের তেমন কোন আড্ডা, গল্প করার চিত্র দেখা না গেলেও এই রমজানে প্রতিদিন সবাই একত্রিত হয়ে এভাবে ইফতারের মধ্যে দিয়ে যেনো প্রাণচাঞ্চল্য হয়ে উঠলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।
এমএসএম / এমএসএম

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি
