শেকড়ের টানে বাড়ির পানে ববি শিক্ষার্থীরা
ঈদ মানে আনন্দ, পৃথিবীর সুন্দরতম মুহূর্তগুলোর একটি পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করা। সেই আনন্দ ভাগাভাগি করে নিতেই শেকড়ের টানে বাড়ি ফিরছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঈদের ছুটিতে সবাই বাড়ি ফিরতে শুরু করায় ৫০একরের কোলাহলপূর্ণ প্রাঙ্গন জন শূন্যতায় পরিণত হয়েছে।
রমজানে ক্লাস-পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থীদের বাবা-মায়ের সঙ্গে করা হয়নি ইফতার ও সেহরি। ক্লান্ত দুপুরে প্রখর তাপে ক্লাস পরীক্ষার টেনশান ঈদের ছুটির এই কয়দিন আর নেই৷ ক্যাফেটেরিয়া আর হলের ডায়নিংয়ে শুনসান নিরবতা বিরাজ করছে। পরিবারের সঙ্গে বহুদিনের দূরত্বের অবসান ঘটছে৷ ক্লাস-পরীক্ষা শেষ করে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ও ছুটি কাটাতে বাড়ি ফিরছেন তারা। দীর্ঘদিন পর মায়ের কোলে ফেরার সুযোগে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এ যেন ঈদের আগে আরেক ঈদ।
বাড়ি ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আলামিনের সঙ্গে কথা হলে তিনি জানান, প্রতি বছরের ঈদের তুলনায় এই ঈদের অনুভূতিটা ভিন্ন। স্কুল জীবন থেকেই বিশ্ববিদ্যালয়ে পড়ার আকাঙ্খা ছিল। সেই স্বপ্ন ও আকাঙ্খা এবার সত্যি হলো।পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে এই প্রথমবার ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি, ভাবতেই ভালো লাগছে। ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে মা বাবা ভাই বোনের সাথে পরিবারের সকলের সাথে অনাবিল আনন্দময় সময় অতিবাহিত করবো৷
নেত্রকোনা থেকে ৩৬৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রিফাত সারোয়ার খান বলেন,পরিবার হচ্ছে মরুভূমির মধ্যে একটুখানি শীতলপাটির ছাউনি! পাখিরা যেমন সন্ধ্যার আগে আগে দলবেঁধে উড়াল দেয় তাদের বাসার উদ্দেশ্যে ঠিক তেমনি আমাদের সবার মাঝেই একটা প্রবল আকাঙ্ক্ষা জম্মে বাড়ি ফিরতে আর সেটা যদি হয় ঈদের ছুটি তাহলে তো কথাই নেই!৷ সচারাচর বাড়িতে যেতে পারি না বলে ঈদের বন্ধের ছুটিগুলো বাড়তি আনন্দ দেয়৷ বন্ধুবান্ধব, চাচা-চাচি, ভাই-বোন, পাড়া প্রতিবেশী সবাই একসাথে মিলে এক মিলনমেলায় রুপ নেয়। তাই আমার কাছে ঈদের ছুটি মানেই চৈত্রের তাপ-দাহ মধ্যাহ্নে একপশলা বৃষ্টি যেন মরুভূমি মাঝে এক সবুজ বনভূমি! চিরচেনা সেই অনুভূতি কিন্তু শ্বাশত!
ঈদের ছুটিতে উচ্ছাসিত হয়ে বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম সিমু বলেন, পবিত্র মাহে রমজান-এর শেষ পর্যায়ে সাম্য আর শান্তির বার্তা নিয়ে হাজির হওয়া ঈদ-উল-ফিতর এর অনাবিল উচ্ছ্বাস যেন বয়ে যায় প্রতি হৃদয়ে। ছুটি পেয়ে আপন নীড়ে প্রাণের পরিবারে ফিরে যাওয়ার উচ্ছলতা ছোঁয়া দেয়। এতে একদিকে যেমন সকল ব্যস্ততার বিরাম ঘটিয়ে পরিবারের সাথে ইদ উদযাপনের অপার আনন্দে হৃদয় মেতে ওঠে, ঠিক তেমনি প্রিয় বিদ্যাপীঠ ছেড়ে যাওয়াতেও হৃদয় অনেকটাই বেদনাতুর। তবে দীর্ঘ ১ মাস সিয়াম পালন শেষে সকল দুঃখ-বেদনা ভুলে গিয়ে নাড়ীর অস্তিত্বে স্বজনদের মাঝে একে অপরের পাশে থেকে ইদ উদযাপনে অশেষ প্রশান্তি বয়ে আনবে এবং ছুটি শেষে দ্রুতই প্রিয় ক্যাম্পাসে ফিরে আসবো এই ভাবনায় ভাবতে ভালো লাগে।
এমএসএম / এমএসএম
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
Link Copied