ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

আফগানিস্তানে তালগোল পাকিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র : ইমরান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৭-২০২১ দুপুর ১২:৫১

যুক্তরাষ্ট্র ভিত্তিক টেলিভিশন চ্যানেল পিবিএসকে দেয়া সাক্ষাৎকারে আফগানিস্তান ইস্যু নিয়ে অনেক কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই সাক্ষাৎকার মঙ্গলবার রাতে প্রচার করা হয়। তার এই সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন। সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, ‘আফগানিস্তানে যুক্তরাষ্ট্র তালগোল পাকিয়ে ফেলেছে।’

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক সমাধান খোঁজার চেষ্টারও সমালোচনা করেছেন ইমরান খান। তিনি বলেন, ‘আমার মতো অনেকেই বলেছে যে, এখানে কোনো সামরিক সমাধান নেই। তখন আমাদের সবাইকে যুক্তরাষ্ট্রবিরোধী বলা হলো। আমাকে বলা হলো তালেবান খান।’

তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র ও ন্যাটোর দর কষাকষির ক্ষমতা শেষ হয়ে গিয়েছে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতে, ‘যখন আফগানিস্তানে দেড় লাখ ন্যাটো সৈন্য ছিল তখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমাধানের প্রতি নজর দেয়ার দরকার ছিল। কিন্তু যখন যুক্তরাষ্ট্র সৈন্য সরাতে শুরু করল, যখন আফগানিস্তান ছেড়ে যাওয়ার তারিখ ঘোষণা করল তখন তালেবান মনে করল যে, তারা জিতে গিয়েছে।’

সম্প্রতি আফগানিস্তানে তালেবানের তৎপরতা বেড়েছে। এ বিষয়ে ইমরান খানের কাছে অনুষ্ঠানের উপস্থাপক জানতে চান যে, তালেবানের পুনরুত্থানকে তিনি ইতিবাচক হিসেবে দেখেন কিনা?

উত্তরে ইমরান খান বলেন, ‘রাজনৈতিক সমাধানই একমাত্র ভালো সমাধান হতে পারে যেটি অন্তর্ভুক্তিমূলক। অবশ্যই, তালেবান সরকারের অংশ হবে।’

তালেবানকে পাকিস্তান সামরিক, গোয়েন্দা ও আর্থিক সহযোগিতা করেছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে ইমরান খান বলেন, এই অভিযোগ করাটা ‘সম্পূর্ণ অন্যায়’।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে যে হামলা হয়েছিল সে ব্যাপারে পাকিস্তানের কোনো হাত ছিল না। তখন আল কায়েদা ছিল আফগানিস্তান ভিত্তিক। পাকিস্তানে কোনো তালেবান জঙ্গি ছিল না। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধে ৭০ হাজার পাকিস্তানি প্রাণ হারিয়েছে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের কারণে পাকিস্তানের অর্থনীনিতে ১৫০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।’

আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহার করে নিতে চলেছে যুক্তরাষ্ট্র। যার ফলে ২০ বছরের যুদ্ধের সমাপ্তি হতে চলেছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালিয়েছিল সন্ত্রাসী সংগঠন আল কায়েদা। তার কিছুদিন পর আফগানিস্তানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র।

প্রীতি / প্রীতি

পর্তুগালে নাগরিকত্ব আইনের কিছু ধারা আটকে দিল আদালত

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, ক্রীড়া তারকাসহ নিহত ৭

সৌদিআরবে বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ পালন

ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান

মেড ইন সৌদি ২০২৫ এক্সপোতে সৌদি–বাংলাদেশ বাণিজ্যে নতুন অধ্যায়

২০২৫ সালে ৫,০০০০০ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া

ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

সীমান্ত উত্তেজনার মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা থাইল্যান্ডের

সৌদি আরবে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র‌্যাপার

রাশিয়ার সাবমেরিনে ইউক্রেনের হামলা

বিজয় দিবসে মোদির পোস্ট— একবারও উল্লেখ করলেন না বাংলাদেশের নাম

এক ঘণ্টার বর্ষণে মরক্কোতে আকস্মিক বন্যা, ২১ জন নিহত