ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ববিতে বার বার গাছ পোড়ালেও হয়না কোন তদন্ত


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ৫-৫-২০২৩ দুপুর ১১:১৮
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আবারো আগুন লাগিয়ে গাছ ও ঘাস পোড়ানোর অভিযোগ উঠেছে। সোমবার (২মে) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চের পূর্বদিকে ও কেন্দ্রীয় মাঠের দক্ষিণ দিকে ঘাস পরিষ্কারের জন্য এই আগুন দেওয়া ও গাছ পোড়ানো হয় ৷ পরিকল্পনা অনুযায়ী আগুন দেওয়া হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের৷ প্রশাসন বলছে কারা আগুন লাগিয়েছে তারা সেটি জানেনা৷
 
বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের   শিক্ষার্থী আকরাম খান ইমন বলেন,আগুন লাগার ঘটনা নতুন কিছু না এই বিশ্ববিদ্যালয়ে। এর আগেও কয়েকবার ঘাস পুড়ানোর নামে গাছ পুড়ানো হয়েছে। অভিযোগ দিতে গেলে বিভিন্ন অযুহাত দেখানো হয়। কখনো কখনো বলা হয় যে সিগারেটের আগুন থেকে আগুন জ্বলেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যেকবার ব্যবস্থা নিবে বল্লেও তারা একবার ও কোনোরুপ ব্যবস্থা নেই নাই।তারা প্রত্যেকবার সর্তকবার্তা দিয়ে ছেড়ে দেয়।এভাবে চলতে থাকলে বিশ্ববিদ্যালয়ে  আবার ও ঘাস পোড়ানোর নামে গাছ পোড়ানো হবে।গাছ পোড়ানোয় পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে সাথে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ও নষ্ট হচ্ছে।  বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত আগুন দেয়ার সাথে জড়িত সকলকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনা।
 
সরোজমিনে গিয়ে দেখা যায়, মুক্তমঞ্চের পূর্বদিকে ও   উত্তর দিকের বিরাট অংশজুড়ে কাচা ঘাস পোড়ানো হয়েছে। এর পাশে থাকা গতবছর রোপন করা একাধিক চারাগাছ এবং বড় গাছ পুড়ে যায়। লোকপ্রশাসন বিভগের শিক্ষার্থী  হৃদয়  হাসনাত বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সদিচ্ছার অভাবে বারবার এমনটা হচ্ছে৷ যেখানে বেশি বেশি গাছ রোপনের কথা সেখানে গাছ কিভাবে মেরে পরিবেশের ক্ষতি করা যায় সেই চেষ্টা চলছে৷
 
বিশ্ববিদ্যালয়ে প্রায়ই কারনে অকারণে অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবেশের উপরে এর প্রভাব সম্পর্কে জানতে চাইলে, ববি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস বলেন, আগুন দিয়ে এমন আবর্জনা পোড়ালে এতে কার্বনডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়ে পরিবেশ দূষণ করে। কোনভাবেই আবর্জনা পুড়িয়ে বিনাশ না করে কম্পোস্ট প্রক্রিয়া করাই উত্তম৷ এইসমস্ত বিষয়ের সাথে সংশ্লিষ্টদের আরো সতর্কতা অবলম্বন করা উচিত৷
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন,হ্যা ঘটনা শুনেছি৷ আগুন নিভানো হয়েছে৷ কিভাবে লাগছে জানিনা৷ তবে ধারণা করা হচ্ছে বিড়ি, সিগারেটের মাধ্যমে আগুন লাগতে পারে৷ ক্যাম্পাসে ইতিপূর্বে একাধিকবার আগুন লাগার প্রশ্নে তিনি এই প্রতিবেদকের সাথে রুঢ় আচারণ শুরু করেন৷  তুমি কি জানো কে আগুন লাগিয়েছে? তোমার কাছে কি তথ্য আছে কে লাগিয়েছে? তুমি ইদানীং আজে বাজে নিউজ করো কেন? উদ্দেশ্য প্রণোদিত নিউজ করো কেন? স্টুডেন্ট দায়িত্বশীল আচরণ করতে হয় কারও দ্বারা প্রভাবিত হয়ে নিউজ করলে সন্মান খুব একটা বাড়ে না৷ এবছরের এপ্রিলের ৫ তারিখ বঙ্গবন্ধু হলের সামনের আবর্জনা স্তুুপ পোড়ানোর নামে গাছ পোড়ানো হয়৷ প্রশাসনের দাবি সাপ তাড়ানোর  জন্য আগুন দেওয়া হয়েছে৷ এর কিছুদিন পূর্বে  ১৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ ওটে মালিরা পরিষ্কারের নামে আগুন দিলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ছটকে পড়েন মালিরা। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। উক্ত ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয় সিগারেট বা বিড়ির কারনে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
 
প্রসঙ্গত, ২০২০ সালে ১ ফেব্রুয়ারী মাঠ পরিষ্কার কর্মসূচি নাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল  ইনস্ট্রাক্টর মো. নুর ইসলামের নেতৃত্ব একদল কর্মচারী কেন্দ্রীয় খেলার  মাঠের এক কোনে আগুন দেয়। এতে শহীদ মিনারের আশে-পাশে ও মক্তমঞ্চের পাশে লাগানো প্রায় অর্ধ-শতাধিক চারাগাছ পুড়ে যায়। 

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন