ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

করোনা এবং বিভিন্ন রকম জ্বর বোঝার উপায়


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ৯-৫-২০২৩ দুপুর ২:৫৭

ডা: এনামুল হক টিটু
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা
ইয়র্ক হাসপাতাল, বনানী, ঢাকা। 


ঋতু পরিবর্তনের কারনে জ্বর-সর্দি-কাশির মত অসুস্থতায় ভোগেন অনেকে। এই সংক্রমণকে আবার অনেকে করোনার সঙ্গে গুলিয়ে ফেলে বিপত্তি বাঁধান। এর ফলে সাধারন মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোনটা কোভিডের লক্ষণ আর কোনটা সাধারণ জ্বর সর্দি তার পার্থক্য করতে না পারায় বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে এ বিষয়টি জেনে রাখা খুবই জরুরী। রোগের সঠিক কারনটি জানা থাকলে তবেই আপনি সঠিক চিকিৎসা করাতে পারবেন। জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হওয়ার কারন এবং করনীয় সম্পর্কে পরামর্শ দিয়েছেন ইয়র্ক হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক টিটু।

সাধারণ জ্বর: বর্ষাকালে ভাইরাল ফিভার খুবই সাধারণ একটা অসুখ। এক্ষেত্রে জ্বরের পাশাপাশি দুর্বলতা, ডিহাইড্রেশন, গায়ে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে।

ডেঙ্গু : জ্বর, মাথা ঘোরা, বমি বমি ভাব, সারা শরীরে ব্যথা, চোখে ব্যথা, পেশিতে, গাঁটে বা হাড়ে যন্ত্রণা। এগুলো হল ডেঙ্গুর প্রধান লক্ষণ। কারও মধ্যে যদি এই লক্ষণগুলি দেখা দেয়, তাহলে বুঝতে হবে তাঁর ডেঙ্গু হয়েছে।

চিকুনগুনিয়া: ডেঙ্গু আর চিকুনগুনিয়ার লক্ষণগুলোর মধ্যে খুব একটা পার্থক্য নেই। তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, জ্বর, গায়ে ব্যথা, মাথা ঘোরা, তলপেটে ব্যথা, পেশি এবং গাঁটের ব্যথা এবং চোখে ব্যাথার মতো সমস্যা দেখা দিচ্ছে কি না।

ম্যালেরিয়া: কারও যদি ম্যালেরিয়া হয় তাহলে তাঁর শরীওে হয় প্রত্যেকদিন জ্বর থাকবে নয়তো একদিন অন্তর অন্তর জ্বর থাকবে। এর পাশাপাশি ডায়ারিয়া, গায়ে ব্যথা, বুক ধড়ফড় করা কিংবা কাঁপুনি দেয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। কোভিড-১৯: করোনা আক্রান্ত রোগীর মধ্যে জ্বর, শুকনো কাশি, ত্বকে ফুসকুরি জাতীয় সমস্যা, সারা শরীরে ব্যাথা, গন্ধ না পাওয়া, স্বাদ না পাওয়া, দুর্বলতা, ডায়রিয়া, বুকে ব্যাথা, শ্বাসকষ্ট, রক্তচাপের মতো সমস্যাগুলি দেখা দিতে পারে। করোনা আক্রান্ত হলে প্রথম ১০ দিন সাধারনত ১০৪ ডিগ্রীর মত জ্বর থাকবে। কারণ এই ভাইরাসের প্রকোপ মানব দেহে ১০ দিন থাকে। আর সঙ্গে শুকনো কাশিও লক্ষ্য করা যায়। চিকিৎসকের মতে, করোনার প্রকোপ দেখা দিলে নাক বন্ধ কিংবা সর্দির লক্ষ্মণ দেখা যায় না। এই ভাইরাস সরাসরি শ্বাসযন্ত্রকে আক্রমণ করে। তাই শুকনো কাশির সঙ্গে ১০৪ ডিগ্রি জ্বর শরীরকে দুর্বল করে ফেলে।

বিশেষ করে বর্ষাকালে যে কোনও রোগের হাত থেকে বাঁচতে খেয়াল রাখতে হবে বাড়ির চারপাশে যেন কোনভাবেই পানি না জমে। পাশাপাশি পানি ফুটিয়ে ঠান্ডা করে পান করা সব থেকে ভাল। পাশাপাশি যে বিষয়টি মাথায় রাখা দরকার তা হল পরিচ্ছন্নতা। সব সময় হাত পরিষ্কার রাখতে হবে। নাক বা মুখে হাত দেয়ার সময় হাত ধুয়ে নিতে হবে। 

Sunny / Sunny

সংখ্যা নিয়ে বিভ্রান্তি, নতুন ব্যাখ্যায় নিহত ৩৪

বিএসএমএমইউয়ে নতুন নামের ব্যানার, বাদ বঙ্গবন্ধু শেখ মুজিব

মেডিকেলে থাকছে মুক্তিযোদ্ধা কোটা, যাচাই-বাছাই ২৯ জানুয়ারি পর্যন্ত

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭ রোগী

ডেঙ্গুতে ঢাকায় কর্মক্ষম মানুষের মৃত্যু বেশি

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৮

বেসরকারি মেডিকেল শিক্ষায় অশনি সংকেত অটোমেশন; ক্ষুব্ধ অভিভাবকরা

ইডেন মাল্টি কেয়ার হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ

ক্যানসার রহস্যের জট খোলার নতুন ‘সূত্রের’ সন্ধান মিলেছে

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির ইসি গঠনে সাত সদস্য বিশিষ্ট সার্চ কমিটি

বিশ্ব হার্ট দিবস ২০২৪ উদযাপন করলো এভারকেয়ার হসপিটাল ঢাকা

আঘাতপ্রাপ্ত রেটিনায় চোখের চিকিৎসা ও সম্ভাবনা

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট