আগামীর সভ্যতা হবে প্রযুক্তি নির্ভর : ববি ভিসি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেছেন, আগামীর সভ্যতা হবে প্রযুক্তি নির্ভর। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির কোন বিকল্প নেই। আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতা করে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে তথ্যপ্রযুক্তি খাতকে আরও বেশি সমৃদ্ধ করতে হবে।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে। বুধবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত অ্যাপ, গেইম ও জব ফেস্টিভ্যাল ২০২৩' উদ্বোধন এর পর প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন উপাচার্য৷
অ্যাপ-গেইম শিল্পে দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় "মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন" শীর্ষক প্রকল্পের উদ্যোগে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সার্বিক সহযোগিতায় এ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
আইসিটি ডিভিশনের মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন" শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের ডেপুটি সেক্রেটারি মোঃ মইনুল হক ভূঁইয়া।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সুপ্রভাত হালদার, শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক রিফাত মাহমুদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের পরিচালক ড. তারেক মাহমুদ আবীর, প্রক্টর ড. খোরশেদ আলম, সিএসই বিভাগের চেয়ারম্যান মোঃ ইরফান, সহযোগী অধ্যাপক রাহাত হোসাইন ফয়সাল, সহযোগী অধ্যাপক ড. মঞ্জুর আহমেদ, সহকারি অধ্যাপক ড. তানিয়া ইসলাম, সহকারি অধ্যাপক রাশিদ আল আসিফসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মোবাইল অ্যাপ, গেইম ও জব ফেস্টিভ্যাল ২০২৩ এ ১৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
এমএসএম / এমএসএম
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
Link Copied