ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

গণতন্ত্র রক্ষায় রওশন এরশাদের ভূমিকা ভুলে গেলে চলবে নাঃ গোলাম সারোয়ার মিলন


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ১০-৫-২০২৩ বিকাল ৫:৩২

নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে জাতীয় পার্টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও দশম জাতীয় সম্মেলনকে সামনে রেখে দেশজুড়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে মাঠে নেমে গেছে রওশন এরশাদের বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি। প্রথম বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে তারা। ১৮ মে থেকে শুরু হচ্ছে ঢাকা-ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির জেলা উপজেলা সফর। ১৫ জুনের মধ্যে শেষ হবে এ সফর।   

লক্ষ্য আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্টিকে শক্তিশালী ও গতিশীল করা। দলের ত্যাগি ও রাজনীতিবিমূখ নেতাকর্মী এবং সমর্থকদের আবারো পল্লীবন্ধুর আদর্শ বাস্তবায়নে এক মঞ্চে সমবেত করা। ঝিমিয়ে পরা জেলা উপজেলা কমিটিগুলোকে দিক-নির্দেশনা দিয়ে সক্রিয় করে তোলা। প্রয়োজন অনুযায়ী গঠিত জেলা কমিটিগুলো পূনর্বিন্যাস করে নির্বাচনী এলাকায় পার্টির শক্ত অবস্থান তৈরি করা। এর আলোকে সংসদীয় এলাকাগুলোতে সম্ভাব্য প্রার্থীদের কর্মকাণ্ড ও গ্রহণযোগ্যতা পর্যবেক্ষণের মাধ্যমে পার্টির নীতি নির্ধারকদের জন্য একটি গাউডলাইন প্রস্তুত করা। 

বুধবার ১০ মে দুপুরে রাজধানীর কাটাবন ঢালের ২৭৯/৬ বাবুপরায় সাবেক প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে অনুষ্ঠিত জাপার ঢাকা-ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির প্রথম সভায় সফরসূচিরসহ অন্যান্য সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়। 

এতে সভাপতির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন বরেন, দেশের স্থিতিশীলতা ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে প্রতিযোগিতামূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি সরকারকে ইঙ্গিত করে বলেন, রওশন এরশাদ ও জাতীয় পার্টি ৯৬ থেকে গণতন্ত্র অক্ষুন রাখতে যে ভূমিকা রেখেছে, তা ভুলে গেলে চলবে না। মনে রাখবেন জাতীয় পার্টির সমর্থনেই বার বার ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। 

সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা বিভাগে পার্টিকে উজ্জিবিত করে আগামী নির্বাচনে নিজেদের শক্তিশালী অবস্থান জানান দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন গোলাম সারোয়ার মিলন। এ সময় তিনি বলেন, বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি আগামীতে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাল্লাহ। 

দুই বিভাগ নিয়ে গঠিত এই সাংগঠনিক সমন্বয় কমিটির প্রথম সভায় অতিথি হিসেবে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির অন্যতম সিনিয়র সদস্য অধ্যাপক ইকবাল হোসেন রাজুকে আমন্ত্রণ জানানো হয়। এতে সুদূর অষ্ট্রেলিয়া থেকে ভ্যার্চুয়ালি অংশ নেন ঢাকা-ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ইকরামুল খান। এছাড়া সৌদি আরব থেকে ভ্যার্চুয়ালি অংশ নিয়ে কমিটির সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন বিরোধী দলীয় নেতার মূখপাত্র ও সাংগঠনিক সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক কাজী মামুনূর রশীদ। 

বৈঠকে আরো অংশ নেন রফিকুল হক হাফিজ, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনূর রশীদ, নূরুল ইসলাম নূরু, খন্দকার মনিরুজ্জামান টিটু, গোলাম মোস্তফা ও আনোয়ারুল বেলালসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এমএসএম / এমএসএম

কাঠামোগত পরিবর্তন না এলে নির্বাচন প্রত্যাখ্যান করব: নাহিদ ইসলাম

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছেন : রুমিন ফারহানা

বিএনপির আ.লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা : হাসনাত আবদুল্লাহ

রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে ‘দখলের’ : মির্জা ফখরুল

নির্বাচনের আগেই জুলাই সনদের আইনী স্বীকৃতি দিতে হবে, সংস্কার না করে পুর্বের নিয়মে নির্বাচন হতে পরে না-পীর সাহের চরমোনাই

যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়

অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্র ফিরবে না: আনিসুল ইসলাম মাহমুদ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকতে বললেন গয়েশ্বর

এনসিপির নেতার কথোপকথন ভাইরালঃ ‘দেখো আরও পাঁচ লাখ নিতে পারো কি না’

দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

অতি শিগগির আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান

নির্বাচনে অংশ নেওয়ায় দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব