পবিপ্রবি'র এম. কেরামত আলী হলের নতুন প্রভোস্ট নিয়োগ ও দায়িত্ব হস্তান্তর
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলের নতুন প্রভোস্ট নিয়োগ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হলের নবনিযুক্ত প্রভোস্ট হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আশরাফুল আলম। এর আগে উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জুয়েল হাওলাদার উক্ত হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত ১০ মে (বুধবার), বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলের প্রভোস্ট কার্যালায়ে নবনিযুক্ত প্রভোস্টের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় হলের আবাসিক শিক্ষার্থীরা অধ্যাপক ড. আশরাফুল আলমকে ফুলেল সংবর্ধনায় বরণ করে নন। অনুষ্ঠানে প্রাক্তন প্রভোস্ট অধ্যাপক ড. জুয়েল হাওলাদারসহ অন্যান্য সহকারী প্রভোস্টগণ, হলের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় এক সংক্ষিপ্ত বক্তৃতায় অধ্যাপক ড. আশরাফুল আলম বলেন, হলের আবাসিক ছাত্রদের দেখভালের দায়িত্ব অনেকাংশেই প্রভোস্টের উপর। তাদের সুবিধা-অসুবিধা ও সমস্যা-সমাধানে সকলেই যার যার জায়গা থেকে কার্যকর ভূমিকায় থাকবেন সেটিই আমার প্রত্যাশা।
এর আগে গত ৩ মে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু সাক্ষ্মরিত এক অফিস আদেশের মাধ্যমে অধ্যাপক ড. আশরাফুল আলমকে এম. কেরামত আলী হলের প্রভোস্ট নিয়োগ করা হয়। অফিস আদেশে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বর্তমান প্রভোস্ট প্রফেসর ড. জুয়েল হাওলাদার এর মেয়াদ শেষ হওয়ায় তাঁর পরিবর্তে প্রফেসর ড. আশরাফুল আলম, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ-কে এম. কেরামত আলী হলের প্রভোস্ট হিসেবে পরবর্তী ২ (দুই) বছরের জন্য অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। তিনি পবিপ্রবি'র প্রচলিত আইন ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যে কোন সময় এই আদেশ সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে।
এমএসএম / এমএসএম
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ