‘সমাজকর্ম বিষয়ক' আন্তর্জাতিক কনফারেন্সে হাবিপ্রবি'র ২৫ জন শিক্ষার্থী

"যৌথ সামাজিক কর্মের মাধ্যমে বৈচিত্র্যকে সম্মান করা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), মোহাম্মদপুর ওয়াইডব্লিউসিএ এবং পিইউবি কনফারেন্স রুমে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। উক্ত কনফারেন্সে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগ এবং ইথিক্যাল স্যোশাল রিসার্চ ইনিশিয়েটিভের উদ্যোগে ২৫ জন শিক্ষার্থীর মোট ১৫টি গবেষণালব্ধ পেপার উপস্থাপন করেন।
বৃহস্পতিবার(১১ মে) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক প্যাক্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিএসডব্লিপিবি) আয়োজনে ডব্লিউএসডব্লিউডি'র ৬ষ্ঠ আন্তর্জাতিক কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিশ্বের বিভিন্ন সংস্থার প্রধানগণ সহ সমাজকর্মের জগতের এক্সপার্টরা উপস্থিত ছিলেন।
পিইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম মোল্লা (সাবেক এমপি) এর সভাপতিত্বে কনফারেন্সে অফলাইন ও অনলাইন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা গবেষণালব্ধ পেপার তুলে ধরেছেন। এতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইউনিভার্সিটি অব নর্দান ব্রিটিশ কলাম্বিয়া'র পিএইচডি গবেষক অধ্যাপক মোঃ আব্দুর রশিদ এবং হাবিপ্রবি'র সমাজবিজ্ঞান বিভাগের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাসান জামিল এর সার্বিক তত্বাবধানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এক আলাপচারিতায় আয়োজক পিইউবি'র সহযোগী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান বলেন, ১৯৮৩ সাল থেকে উন্নত বিশ্বে জাঁকজমক পরিবেশে প্রতিবছর একটি বিশেষ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়ে আসছে। আমি, আমার সহকর্মী ও ভলেন্টিয়ারদের সহযোগিতায় আমাদের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশে ২০১৭ সাল থেকে একটু ভিন্ন আঙ্গিকে পালন করা শুরু করি। বিশ্বের বিভিন্ন দেশের সহকর্মীদের দ্বারা উৎসাহিত হয়ে র্যালি, জনসমাবেশ এবং সেমিনার আয়োজন করা হয়। পরে এই কনফারেন্সকে একাডেমিকের সাথে সম্পর্কিত করে একাডেমিসিয়ান, প্র্যাক্টিসিয়ান, রিসার্স এক্সপার্টরা যুক্ত হয়। এতে করে বিভিন্ন দেশের সমাজকর্মের বিভিন্ন বিষয় নিয়ে বৃহৎ পরিসরে গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয় এবং আমাদের মধ্যে এক সহযোগিতাপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে।
তিনি আরও জানান, আমি দুইটি উদ্দেশ্যে সামনে রেখে এগিয়ে যাচ্ছি, প্রথমত- সমাজকর্মকে আমি পেশা হিসেবে দেখতে চাই এবং সমাজকর্ম কখনো একা করা যায় না। সমাজকর্মের জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন, ব্যক্তি থেকে সামষ্টিক পর্যায়ে। সামষ্টিক তখনই সম্ভব যখন ব্যক্তি উদ্যোগকে আমরা সমাজে ছড়িয়ে দিতে পারবো। আমাদের লক্ষ্য হচ্ছে, সবার সহযোগিতায় সমাজকর্মকে পেশাদারিত্ব পর্যায়ে নিয়ে যাওয়া।
এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন
Link Copied