ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

আন্দোলনের নামে ভাঙচুর চালিয়ে ওয়ান ইলেভেন আনার চেষ্টা সফল হবে না-কাজী মামুন


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ২৮-৫-২০২৩ রাত ৯:৫১

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদ বলেছেন, আন্দোলনের নামে ভাঙচুর জ্বালাও পোড়াও চালিয়ে ওয়ান ইলেভেন আনার চেষ্টা সফল হবে না। যারা মনে করছেন অরাজকতা সৃষ্টির মাধ্যমে বিদেশি সংস্থাকে কাজে লাগিয়ে দেশে জরুরি অবস্থা ডেকে আনবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। এদেশে আর কখনও সাংবিধানিক ধারা ভেঙ্গে ক্ষমতায় আসার স্বপ্ন পূরণ হবে না। 

রোববার ২৮ মে বিকেলে বাণিজ্যিক রাজধানী বন্দরনগীর চট্টগ্রামের আগ্রবাদ-হালিশহর এক্সেস রোডস্থ "সুকন্যা কনভেশন" হলে বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

এসময় কাজী মামুন আরো বলেন, ৮৬ তে পল্লীবন্ধুই সেই সুযোগ বাতিল করে দিয়ে গেছেন। আর সামরিক শাসন জারির সুযোগ নেই। তিনি বলেন, দেশ মাতৃকার সামরিক বাহিনীকে উস্কানি দেয়ার ষড়যন্ত্র করে লাভ নেই। সংবিধান ও দেশের জনগণের রায়ের প্রতি তারা( সামরিক বাহিনী) শ্রদ্ধাশীল। 

বিরোধী দলীয় নেতার মূখপাত্র বলেন, সাংবিধানিক ধারা মেনে আর সাত মাস পরই নির্বাচন হবে। সব দলের অংশগ্রহণেই হবে সেই নির্বাচন। মুখে যে যাই বলুক না কেনো, অনেকেই নির্বাচনে আসতে মুখিয়ে আছেন। দেখছেন পরিস্থিতি কি হয়। তাদের বলছি, বিএনপির পথে পা বাড়াবেন না। 

কাজী মামুন বলেন, জাতীয় পার্টিকে নিয়ে যারা নতুন ষড়যন্ত্র নেমেছেন, তারা কেনো ভুলে যান পল্লীবন্ধু এরশাদের দুটি সন্তান এখনো বেচে আছেন। তাঁর সহধর্মিনী ও দলের প্রতিষ্ঠাতা সহযোগিদের অন্যতম ব্যক্তি পল্লীমাতা বেগম রওশন এরশাদকে আল্লাহ তালা মৃত্যুর দুয়ার থেকে বাঁচিয়ে এনেছেন, আপনাদের স্বপ্ন পূরণের জন্য নয়। হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কিসের মাইনাস ফর্মূলা। অযোগ্য ব্যক্তির পাশে থেকে আপনারাই তো মাইনস হয়ে যাবেন,শিগগিরই। তৃণমূলের নেতাকর্মীরা লাঙলের মালিক হিসেবে এখনো ঐক্যবদ্ধ আছে। 

চট্টগ্রাম মহানগর জাপার আহবায়ক ও কেন্দ্রীয় সদস্য মো. কামরুজ্জামান পল্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক কমিটির সমন্বয়ক ও সাবেক এমপি এমএ গোফরান, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু,যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান টিটু,  কেন্দ্রীয় সদস্য দয়াল কুমার বড়ুয়া, নাফিজ মাহবুব, আব্দুল আজিজ চৌধুরী, ডা. সাইফুর রহমান, শহিদুল ইসলাম সালাম, সৈয়দ শাহাদাত হোসেন, আমান উল্লাহ আমান, চট্টগ্রাম মহানগর জাপার যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন জ্যাকি, কামাল উদ্দিন আহমেদ, রেজাউল করিম রেজা, সৈয়দ কমরুদ্দিন ফোরকান ও দিল মোহাম্মদ দিলুসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এতে আরো উপস্থিত ছিলের কেন্দ্রীয় সদস্য আবুল কালাম আজাদ, চকরিয়া উপজেলা জাপার শামসুল আলম, কাজী ইউসুফ চৌধুরী, কাজী সোলাইমান চৌধুরী, মো.আব্দুর রাজ্জাক, আবদুল কাদের জুয়েল, আক্তার হোসেন,জাহিদ হোসেন, জহির উদ্দিন ও বিলকিস আক্তার প্রমূখ।

এমএসএম / এমএসএম

কাঠামোগত পরিবর্তন না এলে নির্বাচন প্রত্যাখ্যান করব: নাহিদ ইসলাম

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছেন : রুমিন ফারহানা

বিএনপির আ.লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা : হাসনাত আবদুল্লাহ

রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে ‘দখলের’ : মির্জা ফখরুল

নির্বাচনের আগেই জুলাই সনদের আইনী স্বীকৃতি দিতে হবে, সংস্কার না করে পুর্বের নিয়মে নির্বাচন হতে পরে না-পীর সাহের চরমোনাই

যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়

অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্র ফিরবে না: আনিসুল ইসলাম মাহমুদ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকতে বললেন গয়েশ্বর

এনসিপির নেতার কথোপকথন ভাইরালঃ ‘দেখো আরও পাঁচ লাখ নিতে পারো কি না’

দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

অতি শিগগির আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান

নির্বাচনে অংশ নেওয়ায় দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব