ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

দাঁতের সৌন্দর্য বৃদ্ধি করে স্কেলিং


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ৩-৬-২০২৩ দুপুর ১:১৩

ডা. রিয়াদ আলী বিশ্বাস 
কনসালটেন্ট ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন 
ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল 
মগবাজার, ঢাকা।  

হাসির সৌন্দর্য বৃদ্ধি করে সুস্থ ও সুন্দর দাঁত। তবে সুন্দর হাসি না হওয়ার অন্যতম কারন হলো ঠিকমতো দাঁত পরিষ্কার না করা কিংবা ঠিক সময়ে স্কেলিং না করা। বিশেষ করে দাঁত স্কেলিং করা নিয়ে অনেকেই সঠিক নিয়ম জানেন না আবার অনেকে বিষয়টি গুরত্ব দিতে চান না। তবে একটা সময় এর পরিণাম ভোগ করতে হয়। দাঁতের স্কেলিং নিয়ে দৈনিক সকালের সময়ের প্রতিবেদক নিশাত শাহরিয়ারের সাথে কথা বলেছেন ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডা. রিয়াদ আলী বিশ্বাস |

দন্ত্য চিকিৎসক ডা. রিয়াদ আলী বিশ্বাস বলেন, অনেক সময় দাঁত ও মাড়ির মাঝে খাবার আটকে থাকে। নিয়মিত ব্রাশ করলে সেটা চলেও যায়। তবে সামান্য খাবারের অংশ লেগে থাকা অবস্থায় যদি ব্রাশ না করা হয় তাহলে সেটা কিছুটা শক্ত হয়ে যায়। একে বলে প্লাক। এই কিছুটা শক্ত হয়ে যাওয়া প্লাকের কিছু অংশ পরে ব্রাশের সঙ্গে উঠতে চায় না। আর প্রত্যেকবার এ রকম একটু একটু প্লাক জমে শক্ত হয়ে তৈরি হয় ক্যালকুলাস বা পাথর। ক্যালকুলাসকে পরিষ্কার করার প্রসেসের নামই হলো স্কেলিং। এটি সাধারণত আল্ট্রাসনিক মেশিনে করা হয়। স্কেলিং করার প্রয়োজনীতা নির্ভর করে একজন মানুষের লালার ওপর। কারো লালা ভারী কারো লালা পাতলা। ভারী লালা যাদের তাদের স্কেলিং বেশি প্রয়োজন পড়ে কারণ মুখ ওয়াশআউট কম হয়। এছাড়া যাদের কোষ্ঠকাঠিন্য আছে, যাদের হজমে অসুবিধা হয়, যাদের শক্ত খাবার খাওয়ার অভ্যাস কম, যাদের নরম ও মিষ্টি খাবার খাওয়ার প্রবণতা বেশি তাদের স্কেলিং করার প্রয়োজন পড়ে। 
ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডা. রিয়াদ আলী বিশ্বাসের মতে, স্কেলিং করলে দাঁতের এনামেলের উপর প্রভাব পড়ে না। পাথর পরিষ্কার হয়ে গেলে দাঁতের ভিতরটা খালি লাগে। কারও কারও কাছে অস্বস্তি হতে পারে। তবে ধীরে ধীরে ঠিক হয়ে যায়। শিশুদেরও স্কেলি করা দরকার। স্কেলিং শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ। বছরে একবার দাঁতের স্কেলিং করানো উচিৎ। খাদ্যাভ্যাস, দাঁত মাজার অভ্যাস, নেশা করার অভ্যাস আছে কিনা তার উপর নির্ভর করে কত দিন পর পর স্কেলিং করাতে হবে। দাঁতের সুস্বাস্থ্য ও সুরক্ষার জন্য স্কেলিংয়ের কোন বিকল্প নেই বলে জানান ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডা. রিয়াদ আলী বিশ্বাস। 

 

Sunny / Sunny

সংখ্যা নিয়ে বিভ্রান্তি, নতুন ব্যাখ্যায় নিহত ৩৪

বিএসএমএমইউয়ে নতুন নামের ব্যানার, বাদ বঙ্গবন্ধু শেখ মুজিব

মেডিকেলে থাকছে মুক্তিযোদ্ধা কোটা, যাচাই-বাছাই ২৯ জানুয়ারি পর্যন্ত

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭ রোগী

ডেঙ্গুতে ঢাকায় কর্মক্ষম মানুষের মৃত্যু বেশি

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৮

বেসরকারি মেডিকেল শিক্ষায় অশনি সংকেত অটোমেশন; ক্ষুব্ধ অভিভাবকরা

ইডেন মাল্টি কেয়ার হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ

ক্যানসার রহস্যের জট খোলার নতুন ‘সূত্রের’ সন্ধান মিলেছে

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির ইসি গঠনে সাত সদস্য বিশিষ্ট সার্চ কমিটি

বিশ্ব হার্ট দিবস ২০২৪ উদযাপন করলো এভারকেয়ার হসপিটাল ঢাকা

আঘাতপ্রাপ্ত রেটিনায় চোখের চিকিৎসা ও সম্ভাবনা

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট