'জয় বাংলা' বাইক সার্ভিস ও তথ্য কেন্দ্র : গুচ্ছ ভর্তিচ্ছুদের পাশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ
অনুষ্ঠিত হয়েছে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ জিএসটি ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে এবং তথ্য সহায়তা করতে 'জয় বাংলা' বাইক সার্ভিস ও তথ্য কেন্দ্রের ব্যবস্থা করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।২০ মে, ২৭ মে এবং ৩রা জুন তিন দিন ই ভর্তিচ্ছুর সহায়তায় ছিল রবি ছাত্রলীগের 'জয় বাংলা' বাইক সার্ভিস ও তথ্য কেন্দ্র।
পরীক্ষার আগ মুহুর্তে অনাকাঙ্ক্ষিত দেরির কারনে কোন ভর্তিচ্ছুর স্বপ্ন যেনো না ভেঙ্গে যায়, এজন্য তাদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দিতে প্রস্তুত ছিল রবি ছাত্রলীগের জয় বাংলা বাইক সার্ভিস। পাশাপাশি তথ্য সহায়তার মাধ্যমে ভর্তিচ্ছুদের পাশে ছিল তারা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষায় বগুড়া থেকে আসা বগুড়া থেকে আগত মাহিম হাসান নামে এক পরীক্ষার্থী বলেন, ছাত্রলীগের ভাইয়ারা আমাকে কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং আমার জিনিসপত্র নিরাপদে রাখার ব্যবস্থা করেছেন। তাই আমাকে কোনো ঝামেলায় পড়তে হয়নি।'জয় বাংলা' বাইক সার্ভিস ও তথ্য কেন্দ্রের পাশাপাশি অভিভাবকদের বসার স্থান, খাবার পানি, শিক্ষার্থীদের সাথে নিয়ে আসা সরঞ্জামাদি, মোবাইল ফোন ও ব্যাগ নিরাপদে সংরক্ষণ করতে হেল্প ডেস্কের ব্যবস্থা করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
ভর্তিচ্ছুদের সার্বিক সহায়তায় এসকল উদ্যোগের জন্য ভর্তিচ্ছু ও অভিভাবক মহলে প্রশংসা কুড়িয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী সোহাগ জানান,দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থীদের সকল সহায়তায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় পাশে ছিল আছে, ভবিষ্যতেও থাকবে।
আরেকজন কর্মী বিপ্লব জানান,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রবি ছাত্রলীগ "'জয় বাংলা' বাইক সার্ভিস ও তথ্য কেন্দ্র"-এর মাধ্যমে পরিক্ষার্থীদের সহায়তা করে যাচ্ছেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: শাহ আজম স্যারকে। ছাত্রলীগ কর্মী ডলফিন জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ গুচ্ছের সকল ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহায়তায় অবস্থান নিয়েছে। বিশেষ করে জয় বাংলা বাইক সার্ভিসের মাধ্যমে অগণিত শিক্ষার্থীকে আমরা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছি।
প্রসঙ্গত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শাখা কার্যক্রম শুরু না হলেও সম্প্রতি বাংলাদেশ ছাত্রলীগ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে তাদের ইউনিটভুক্ত করেছে।
এমএসএম / এমএসএম
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ